Last Updated:
Bus On Fire In 2nd Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন প্রাণ বাঁচাতে জানলা দিয়ে বেড়িয়ে এলেন যাত্রীরা! দেখুন ভিডিও

চলন্ত বাসে আগুন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বাইরে আসছে যাত্রী
হাওড়া: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন৷ একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার রাতে। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বেরনোর চেষ্টা যাত্রীদের৷ এই দৃশ্যের সাক্ষী রইল সাধারণ মানুষ৷ দ্বিতীয় হুগলি সেতু ও টোল প্লাজার মাঝামাঝি জায়গায় এই ঘটনা হয়েছে বলে খবর৷ কলকাতা থেকে হাওড়াগামী লেন ধরে যাচ্ছিল বাসটি৷ কোনও হতাহতের খবর নেই৷ তবে বাসের যাত্রীদের লাগেজ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর৷
বাসে আগুন লাগার ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে আপ-ডাউন দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলতে শুরু করে৷ ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন৷ এই ভয়ঙ্কর ঘটনা দেখে ভিড় জমে যায় সেতুর ওপর৷
প্রত্যক্ষদর্শী জানান, মুহূর্তে বাসটিকে গিলে ফেলে বিধ্বংসী আগুন| এতটাই ভয়াবহ আগুন লাগে, ব্রিজের নীচে থাকা ঝুপড়িতেও সেই আগুন লেগে যায়| ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন, পরে আরও ১টি ইঞ্জিন আসে| বাসে থাকা সমস্ত যাত্রীরা প্রাণ নিয়ে নেমে এলেও অধিকাংশের সঙ্গে থাকা জিনিসপত্র পুড়ে খাক হয়ে গিয়েছে |
জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল| কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা| খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ও হাওড়া সিটি পুলিশ৷ বন্ধ হয়ে যায় হাওড়ামুখী যান চলাচল৷ অগ্নিকাণ্ডের জেরে সেতুর ওপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়৷ এর প্রভাবে বিদ্যাসাগর সেতুর উপরে এবং সংলগ্ন রাস্তাগুলিতে গভীর রাত অবধি তীব্র যানজট তৈরি হয়৷ কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ রাস্তা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা।
Rakesh Maity
Kolkata,West Bengal
April 18, 2025 3:03 PM IST
Bus On Fire In 2nd Hooghly Bridge: চলন্ত বাসে দাউদাউ করে জ্বলছে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাস থেকে ঝাঁপ, মৃত্যু নাকি জীবন, রইল ভিডিও
East Bardhaman News: স্বাস্থ্য আর শিক্ষার যুগলবন্দী, পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা বর্ধমানের বিদ্যালয়ে