Burdwan Lady Gang: কোলে শিশু, বাসে উঠছে মহিলাদের দল! কিছু বোঝার আগেই মাথায় হাত যাত্রীদের, কী ঘটছে বর্ধমানে?

Burdwan Lady Gang: কোলে শিশু, বাসে উঠছে মহিলাদের দল! কিছু বোঝার আগেই মাথায় হাত যাত্রীদের, কী ঘটছে বর্ধমানে?

Last Updated:

যাত্রীরা বলছেন, ইদানিং বর্ধমানে ভিড় বাসে পকেটমারির ঘটনা হঠাৎ করে বেড়ে গিয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হাতসাফাই করছে পকেটমারের দল।

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷ Burdwan Lady Gang: কোলে শিশু, বাসে উঠছে মহিলাদের দল! কিছু বোঝার আগেই মাথায় হাত যাত্রীদের, কী ঘটছে বর্ধমানে?
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷

ভিড় বাসে শিশু কোলে একদল মহিলা যাত্রীকে উঠতে দেখলে সাবধান। যাত্রীদের অসাবধানতার সুযোগ নিচ্ছে এই মহিলা গ্যাং। পকেটমারি থেকে হাত সাফাইয়ে দক্ষ তারা। এমন ঘটনা ঘটছে বর্ধমানে। ইতিমধ্যেই তাদের হাত সাফাইয়ে প্রয়োজনীয় অনেক কিছুই খুইয়েছেন যাত্রীদের অনেকেই।

সোমবার পকেটমার সন্দেহে আট মহিলাকে আটক করে বর্ধমান থানার পুলিশ। শহরের রেল স্টেশন সংলগ্ন কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা স্থানীয় বাসিন্দা নয় বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অনুমান পুলিশের। বর্ধমান থানার এক পুলিশ অফিসার জানান, তাদের কথা শুনে মনে হয়েছে তারা ভিন রাজ্যের বাসিন্দা। তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

যাত্রীরা বলছেন, ইদানিং বর্ধমানে ভিড় বাসে পকেটমারির ঘটনা হঠাৎ করে বেড়ে গিয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হাতসাফাই করছে পকেটমারের দল। শুধু তাই নয়, বাসের বাঙ্কে থাকা ব্যাগ বা অন্যান্য মালপত্র উধাও হয়ে যাচ্ছে কোনও কিছু বুঝে ওঠার আগেই। এই কাজে একটি মহিলা দল খুবই সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। যাত্রীরা বলছেন, সাধারণত মহিলাদের দেখে পকেটমার হিসেবে তেমন সন্দেহ করা হয় না। তারউপর তাদের কোলে শিশু থাকলে তো কথাই নেই। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই মহিলা গ্যাং। কোলে শিশু থাকায় তারা ধরা পড়লেও মারধরের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে।

বাস চালক ও বাস কন্ডাক্টররা বলছেন, ‘আগে পকেটমারের উপদ্রব খুব বেশি ছিল। মাঝে তা একেবারেই কমে গিয়েছিল। ইদানিং অনেক যাত্রীই অভিযোগ করছেন, তাঁরা পকেটমারদের খপ্পরে পড়ছেন। সাধারণত আমরা সন্দজনক কাউকে দেখলে যাত্রীদের সতর্ক করে দিই। যাত্রীদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। মানি ব্যাগ, মোবাইল ফোন সাবধানে রাখতে হবে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণত ভিড় বাস বা ট্রেনকে টার্গেট করে এই মহিলা গ্যাং। ব্যস্ত সময়ে অনেকেই নিজেদের জিনিসপত্রের বিষয়ে সচেতন থাকেন না। সেই সুযোগেরই সদ্ব্যবহারের অপেক্ষায় থাকে এই মহিলা গ্যাং।

Next Article

Nadia News:মেয়ের তুখোড় ফল মাধ্যমিকে, অভাবের সংসারেও বাবা-মায়ের যেদ, ‘মেয়েকে বিজ্ঞান পড়াবোই’

Scroll to Top