Burdwan Dental College and Hospital: অভিযুক্ত এবার খোদ চিকিৎসক, বর্ধমান ডেন্টাল কলেজে তরুণীর শ্লীলতাহানি! প্রবল শোরগোল

Burdwan Dental College and Hospital: অভিযুক্ত এবার খোদ চিকিৎসক, বর্ধমান ডেন্টাল কলেজে তরুণীর শ্লীলতাহানি! প্রবল শোরগোল

Last Updated:

Burdwan Dental College and Hospital: ফের কর্মক্ষেত্রে হেনস্থার শিকার মহিলা কর্মী। বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালে মহিলা ইনটার্নকে হেনস্থার অভিযোগ।

প্রতীকী ছবি৷ Burdwan Dental College and Hospital: অভিযুক্ত এবার খোদ চিকিৎসক, বর্ধমান ডেন্টাল কলেজে তরুণীর শ্লীলতাহানি! প্রবল শোরগোল
প্রতীকী ছবি৷

বর্ধমান: ফের কর্মক্ষেত্রে হেনস্থার শিকার মহিলা কর্মী। বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালে মহিলা ইনটার্নকে হেনস্থার অভিযোগ। অভিযোগ উঠেছে ওই কলেজেরই এক ডাক্তারের বিরুদ্ধে। ইতিমধ‍্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালে ইন্টার্ন হিসেবে কাজ করছেন ওই তরুণী। তাঁর অভিযোগ বিগত কয়েকমাস ধরে তাঁকে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করছেন কলেজের এক সিনিয়র চিকিত্‍সক।

আরও পড়ুন: রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওন! বাংলাদেশে তুমুল অরাজকতা

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ওই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে জানান তরুণী। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ও ওই ইন্টার্ন তরুণী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি কলেজের অধ‍্যক্ষকেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তরুণী।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের রেশ এখনও অব‍্যাহত। আরজি করে চিকিত্‍সক তরুণীকে কর্মক্ষেত্রেই ধর্ষণ এবং খুন করা হয়। সেই ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা বাংলা। শত প্রতিবাদের মাঝেও কর্মক্ষেত্রে একাধিক তরুণীর নির্যাতনের খবর সামনে এসেছে।

Next Article

ভারতে প্রথম…! বাংলা কাঁপাচ্ছে ‘3D তারামণ্ডল’! কোন জেলায়? প্রবেশমূল্য কত? জানুন যাবতীয় খুঁটিনাটি

Scroll to Top