Burdwan child murder: রক্তে ভাসছে ঘর, একরক্তি মেয়েকে খুন করে স্বামীকে ঘুম থেকে তুললেন স্ত্রী! বর্ধমানে হাড় হিম করা কাণ্ড

Burdwan child murder: রক্তে ভাসছে ঘর, একরক্তি মেয়েকে খুন করে স্বামীকে ঘুম থেকে তুললেন স্ত্রী! বর্ধমানে হাড় হিম করা কাণ্ড

Burdwan child murder: রক্তে ভাসছে ঘর, একরক্তি মেয়েকে খুন করে স্বামীকে ঘুম থেকে তুললেন স্ত্রী! বর্ধমানে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

বর্ধমানের এই আবসনেই থাকতেন ওই দম্পতি৷

শরদিন্দু ঘোষ, বর্ধমান: শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। বর্ধমান শহরের পাঁচ নম্বর ইছলাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এমন ঘটনা ঘটালেন ওই মহিলা? এই প্রশ্ন ঘুরছে সবার মনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ওই শিশুকন্যাটির বয়স ২ বছর ৬মাস। শিশুটির মা প্রথমে মেয়ের দুই হাতের শিরা কাটে। তার মৃত্যু নিশ্চিত করার পর নিজের হাতের শিরা কেটে পাশের ঘরে গিয়ে স্বামীকে ঘুম থেকে তুলে বিষয়টি জানায়।

আরও পড়ুন: ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা স্নায়ুর রোগে ভুগছিলেন। তাঁর স্বামী একটি ছাপাখানায় কাজ করেন। বর্ধমান শহরের পাঁচ নম্বর ইছলাবাদের ওলাইচণ্ডীতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। মহিলার স্বামীর ডাকাডাকিতে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। তাঁরাই বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ এসে বর্ষনার মৃতদেহ উদ্ধার করে। সে সময় অভিযুক্ত ওই মহিলাও অচৈতন্য অবস্থায় ছিলেন। তিনি এখন  বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ওই শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ওই  ঘর থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে ওই মহিলা লিখেছিলেন, আমার মৃত্যুর জন্য শ্বশুর, শাশুড়ি স্বামী কেউ দায়ী নয়। তার পরেও অবশ্য মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বর্ধমান থানার পুলিশ। তাঁর দাবি, স্ত্রী মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার মামুদপুরে। কাজের সূত্রে  তাঁরা বর্তমানে বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় থাকছিলেন। মেয়ের সঙ্গে গতকাল রাতে ঘরে শুয়েছিলেন ওই তরুণী। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন তাঁর স্বামী। গভীর রাতে ওই শিশুকন্যার দু হাতের শিরা কেটে ফেলেন ওই মহিলা। মেয়ের মাথার পিছনের অংশেও ধারালো অস্ত্র চালান। এরপর নিজের হাতের শিরাও কাটেন তিনি। এরপর পাশের ঘরে গিয়ে স্বামীকে ঘুম থেকে তোলেন। ঘটনার কথা জানান স্ত্রী। আতঙ্কিত ওই যুবক প্রতিবেশীদের ডেকে তোলেন। দ্রুত মা-মেয়েকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Burdwan child murder: রক্তে ভাসছে ঘর, একরক্তি মেয়েকে খুন করে স্বামীকে ঘুম থেকে তুললেন স্ত্রী! বর্ধমানে হাড় হিম করা কাণ্ড

Next Article

CPIM: বদলে গেল ৬১ বছরের ইতিহাস, আদিবাসী নেত্রী দেবলীনাকেই জেলা সম্পাদকের দায়িত্ব দিল আলিমুদ্দিন

Scroll to Top