Last Updated:
Bula Choudhury- পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ।

কলকাতা: পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ১২ জনকে। একাধিক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছিল পুলিশ। বুলা চৌধুরীর বাড়ির বাথরুম-সহ বাড়ির বিভিন্ন অংশে এখনও দুষ্কৃতিদের পায়ের ছাপ ছিল।
লালবাজার থেকে স্পেশ্যালিস্ট এসে পরীক্ষা করেন এই পায়ের ছাপ। সূত্রের খবর, চুরির তদন্তে সাঁতারুর বাড়িতে দুই সদস্যের ফরেন্সিক, দুই সদস্যের সিআইডি টিম ও দুই সদ্যসের ফিঙ্গারপ্রিন্ট টিম এসেছিল। আর এবার ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া পদকের হদিশ পায় পুলিশ। আটক ব্যক্তি দোষ স্বীকার করেছে। এদিকে পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান বুলা চৌধুরী। উল্লেখ্য, প্রায় দু’মাস ধরে বাড়ি তালা বন্ধ অবস্থায় ছিল। ১৫ অগাস্ট বুলা চৌধুরীর দাদা দুপুরে বাড়িতে আসেন। তারপর তাঁরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। এছাড়া বাড়ির সিসিটিভিও খারাপ ছিল বলে জানা গিয়েছে। তাই কবে চুরি হয়েছে, সেটা নিয়েও পুলিশ ধন্ধে ছিল।
ইতিমধ্যে বুলা চৌধুরী DSP অফিসে পৌঁছে গিয়েছেন। চুরি যাওয়া পদক উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশের তরফে পদক উদ্ধারের খবর তাঁকে দেওয়া হয় বলে জানালেন বুলা চৌধুরী। ফিরে পাওয়া পদক গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। এরপর বুলা চৌধুরীকে ভেতরে ডেকে নিয়ে সবকিছু দেখানো হবে। পদক ফিরে পাওয়ার খবরে আনন্দে আত্মহারা প্রাক্তন সাঁতারু।
Kolkata,West Bengal
August 17, 2025 11:06 AM IST