

ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি; অন্ধ্রপ্রদেশের এক ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে এক কোটি ৩০ লক্ষ টাকা দাবি। অভিযোগ পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে সেই ব্যবসায়ীকে উদ্ধার করল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পুলিশ। অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর নাম বীরান্না রঙ্গিসেট্টি, তিনি হিউম্যান হেয়ারের ব্যবসা করতে ভগবানপুরে এসেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।