Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে…’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? অবশেষে মুখ খুললেন জোড়িদার ভাইয়েরা

Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে…’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? অবশেষে মুখ খুললেন জোড়িদার ভাইয়েরা
প্রসঙ্গত ভাইদের একই নারীকে বিয়ে করার রীতি পার্বত্য ভারতে দীর্ঘ যুগ ধরেই প্রচলিত৷ এই প্রথার নাম ‘জোড়িদার প্রথা’৷ যেখানে ভাইরা একই নারীকে বিয়ে করেন৷ সম্প্রতি হিমাচলের যে দুই ভাই এই প্রথা পালন করেছেন, তাঁদের মধ্যে একজন প্রদীপ নেগি জানিয়েছেন এর অস্তিত্ব৷ তাঁর কথায়, এই রীতি হাজার হাজার বছর ধরে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে৷ তাঁর মতে, উত্তরাখণ্ডের কিছু জায়গাতেও প্রচলিত রয়েছে এই রীতি৷ এই প্রথায় একই নারী দুই বা একাধিক ভাইয়ের সঙ্গে মালাবদল করেন৷

প্রদীপের ভাই কপিল নেগি জানিয়েছেন তাঁদের সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে৷ কাউকে কোনওরকম জোর করা হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন দুই ভাই৷ কিন্তু নিজস্ব প্রাচীন সংস্কৃতির প্রতি অবিচল থাকা নেগি ভাইদের কথায়, ‘‘সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাদের কটূক্তি করেছেন৷ কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না৷’’

তিনি আরও বলেন, ‘‘”আমি আমাদের সংস্কৃতি এবং রীতিনীতি প্রচার চালিয়ে যাব। যাঁরা আমাদের ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না তাঁরাও তাঁদের মতামত দেওয়ার চেষ্টা করছেন। এই বিয়ে আমাদের সকলের সম্মতিতে হয়েছে এবং আমাদের পরিবার এবং সমাজ উভয়ই খুশি৷”

প্রদীপ বলেন, তিনি কোনও ভুল করেননি এবং তাঁর সাংস্কৃতিক মূল্যবোধ সমৃদ্ধ রাখার জন্য এই বিয়েটি বেছে নিয়েছেন। “এই বিয়ের উদ্দেশ্য কেবল একসঙ্গে থাকা এবং পারস্পরিক ভালবাসা বজায় রাখা। আমরা মানুষকে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি, আমাদের নিজস্ব জীবন আছে এবং আমরা তাতেই খুশি,” তিনি বলেন।

Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে…’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? অবশেষে মুখ খুললেন জোড়িদার ভাইয়েরা

উভয় পরিবার এবং স্থানীয় সমাজের সম্মতিতে অনুষ্ঠিত এই বিয়ে ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। শিলাই গ্রামের থিন্দো পরিবারের নেগি ভাইয়েরা সম্পূর্ণ রীতিনীতি মেনে কুনহাট গ্রামের সুনীতাকে বিয়ে করেন। প্রদীপ জলশক্তি বিভাগে কাজ করেন এবং কপিল বিদেশে একজন রাঁধুনি হিসেবে কর্মরত।

হাতি সম্প্রদায়ের একাধিক ভাইয়ের এক মহিলাকে বিয়ে করার ঐতিহ্যের লক্ষ্য হল পরিবারের মধ্যে সম্পত্তি এবং জমির বিভাজন রোধ করা। ঐতিহাসিকভাবে, পাঁচ ভাই পর্যন্ত একই মহিলাকে বিয়ে করতে পারতেন, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথাটি হ্রাস পেয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণ যে নিশ্চিহ্ন হয়ে যায়নি, সে প্রমাণ পাওয়া গেল৷

বাংলা খবর/ খবর/দেশ/

Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে…’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? অবশেষে মুখ খুললেন জোড়িদার ভাইয়েরা

Scroll to Top