Last Updated:
এ দিন বিকাশ ভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ এসএসসি এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ১৩ জন প্রতিনিধি৷

চাকরিহারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি৷ সেই তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে হওয়া বৈঠকে চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করা হয়েছে৷ আগামী ২১ এপ্রিল আইনি পরামর্শ নিয়ে সেই তালিকা প্রকাশ করা হতে পারে৷ শুধু তাই নয়, চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়া হবে কি না, সে বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার৷
এ দিন বিকাশ ভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ এসএসসি এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ১৩ জন প্রতিনিধি৷ সেই বৈঠকে মূলত তিনটি দাবি তোলেন শিক্ষকরা৷ তার মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি মেনে নেয় রাজ্য সরকার৷ শুধু তাই নয়, ২২ লক্ষ ওএমআর প্রকাশের দাবিও মানা হয়েছে৷ তবে ওএমআর-এর মিরর ইমেজ তাদের কাছে নেই বলে এসএসসি-র পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের জানানো হয়েছে৷ সিবিআই তদন্ত করতে গিয়ে আদালতে যে মিরর ইমেজ জমা দিয়েছে, আইনি পরামর্শ নিয়ে সেই মিরর ইমেজই এসএসসি-র কাছে রয়েছে৷
বৈঠক শেষে শিক্ষকরা অবশ্য স্বীকার করে নিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকায় এখনই তাঁরাস্কুলে যেতে পারবেন না৷ তবে চাকরিহারা শিক্ষকরা বেতন পাবেন কি না, তা নিয়েও সংশয় কাটেনি৷ বৈঠকে অংশগ্রহণকারী চাকরিহারা শিক্ষক এবং শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, আমাদের স্যালারি পোর্টাল খুলে দেওয়া হয়েছে৷ বেতন দেওয়া হবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে৷
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ওদের দাবির সঙ্গে আমাদের মৌলিক কোনও বিরোধ নেই৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় আইনি পরামর্শ ছাড়া আমরা কোনও কাজই করতে পারব না৷ ওদের দাবি সবই ন্যায়সঙ্গত৷ সিবিআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা আছে৷ ওয়েবসাইটে সেই তালিকা তুলে দিতেও আমাদের কোনও সমস্যা নেই৷ এক দেড় সপ্তাহের মধ্যেই আমরা এর নিষ্পত্তি করতে পারব৷”
চাকরিহারা শিক্ষকরা অবশ্য জানিয়েছেন, রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বস্ত করলেও এখনই তাঁরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসছেন না৷ শিক্ষামন্ত্রী ছাড়াও এ দিনের বৈঠকে এসএসসি-র চেয়ারম্যান, মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷
Kolkata,West Bengal
April 11, 2025 7:44 PM IST
SI Ritan Das Controversy: কান, চোখ নষ্ট হলে কে দায় নিত? শিক্ষককে লাথি মারা এসআই রিটন দাসের পাশে দাঁড়ালেন নগরপাল