07

এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে শাম্মি কাপুর একবার মুধুবালার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছিলেন। কথিত আছে যে, মধুবালা যখন হেসে না জানালেন, তখন তিনি বাড়িতে গিয়ে তাঁর মায়ের সামনে কেঁদে ফেলেছিলেন৷ কিন্তু তার মাও তাকে সান্ত্বনা দিলেন। শাম্মি কাপুরের মা বলেছিলেন, ‘তুমি কি তোমার জ্ঞানে আছো?’ তুমি তাঁকে বিয়ে করতে পারবে না, কারণ তিনি একজন মুসলিম। অনেক সমস্যা দেখা দিতে পারে।”