Last Updated:
Bollywood Gossip:দেশের তিন ডাকসাইটে নায়কের সম্পর্কের সমীকরণ, দিনে দিনে তা কীভাবে গড়ে উঠেছে, সেই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন আমির খান।

মুম্বই: সবার প্রথমে একটা কথা বলে রাখা উচিত হবে- তাঁরা প্রাপ্তবয়স্ক, যা করছেন তা সজ্ঞানেই, অতএব মদ ব্যাপারটা নিয়ে ভুরু না কুঁচকোলেও চলবে। আসল ব্যাপার এখানে দেশের তিন ডাকসাইটে নায়কের সম্পর্কের সমীকরণ, দিনে দিনে তা কীভাবে গড়ে উঠেছে, সেই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন আমির খান। জানিয়েছেন সলমন খান এবং শাহরুখ খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা।
পুরনো দিনের প্রসঙ্গে আমির বলেছেন যে সেই সময়ে তিনি শাহরুখকে খুব একটা ভাল করে চিনতেন না! তবে এটাও ঠিক যে মাঝে মাঝেই তাঁদের দেখা হত, এর ওঁর বাড়িতেও যেতেন তাঁরা। শাহরুখের স্মৃতিচারণেও যেমন উঠে আসে আমিরের বাড়ির দিওয়ালি পার্টিতে তাস খেলার কথা!
প্রথম দিকে অবশ্য খুচখাচ তরজা লেগেই থাকত, বিশেষ করে শাহরুখ আর আমিরের। এই প্রসঙ্গে এক ভুল বোঝাবুঝির উল্লেখ করতে গিয়ে হেসে ফেলেছেন আমির। “একবার আমি পঞ্চগনির খামারবাড়ি থেকে একটা ব্লগ লিখেছিলাম, সেখানে উল্লেখ ছিল যে শাহরুখ আমার পা চাটছে”! বলেই সঙ্গে সঙ্গে নায়ক জবাবদিহি করতে ভোলেন না যে ওটা ফার্মহাউসের কুকুরের নাম, তিনি অভিনেতার কথা বলেননি।
“শাহরুখও তো আমায় নিয়ে রসিকতা করেই চলে! প্রতি বছর একেকটা করে অ্যাওয়ার্ড ফাংশন হয়, আমি সেখানে যাই না, তাও ওরা আমায় নিয়ে টিকাটিপ্পনি কাটতে ছাড়ে না”, বলছেন আমির।
আর কী বা বলার থাকতে পারে তাহলে- চিয়ার্স ছাড়া?
Kolkata,West Bengal
July 01, 2025 9:36 PM IST