Last Updated:
গোঘাটে বিজেপি কর্মী খুনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ তদন্তের দাবিতে গোঘাট থানার সামনে দেহ রেখে পথ অবরোধ করে বিজেপি।

শুভদীপ ঘোষ, গোঘাট: সাত সকালে হুগলির গোঘাটে হাত বাঁধা অবস্থায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গোঘাটের সানবাঁদি এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লা। জানা গিয়েছে, তিনি গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন।
এ দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ওই বিজেপি কর্মীকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এমন কি, তাঁর দুটি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। রাজনৈতিক কারণেই ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। দেহ উদ্ধারে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। পরে দলের উচ্চ নেতৃত্ব ঘটনাস্থলে এলে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার যথাযথ তদন্ত দাবি করেন পরিবারের সদস্য সহ বিজেপি নেতৃত্ব।
গোঘাটে বিজেপি কর্মী খুনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ তদন্তের দাবিতে গোঘাট থানার সামনে দেহ রেখে পথ অবরোধ করে বিজেপি। মৃতদেহ রাস্তার উপর রেখে আরামবাগ-কামারপুকুর রাজ্য সড়কে মিনিট দশেক ধরে অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা।
বিক্ষোভের জেরে কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তাঁদের দাবি, দ্রুত খুনীর শাস্তি না হলে আগামীদিনে আরও বড়সড় আন্দোলনে নামা হবে। কেন তাঁকে খুন করা হল, তা পুলিশকে তদন্ত করে বের করারও দাবি জানায় বিজেপি নেতৃত্ব।
যদিও পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ওই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন বলেই ইঙ্গিত মিলেছে৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ বলে দাবি করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷
Kolkata,West Bengal
June 21, 2025 8:00 PM IST
BJP Worker Death: বারান্দায় ঝুলছে দেহ, হাত বাঁধা! গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে উত্তেজনা, খুনের অভিযোগ পরিবারের