Last Updated:
মঙ্গলবার সন্ধ্যায় শাপুর্জি এলাকা ওই বিরিয়ানির দোকানে এসে বাকিতে দশ প্যাকেট বিরিয়ানি চায় অজয় সর্দার নামে ওই যুবক৷

নিউ টাউন: বাকিতে বিরিয়ানি দিতে হবে৷ আর তা না দেওয়াতেই বিরিয়ানির দোকানে হামলার অভিযোগ৷ উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিরিয়ানির দোকানের মালিকের৷
মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে নিউ টাউনের শাপুর্জি এলাকায়৷ ঘটনার তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ৷ এই ঘটনায় অজয় সর্দার নামে মূল অভিযুক্ত এক দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ৷
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার চরমসীমা, পণবন্দি এখনও ২১৪ জন! পাক সরকারকে কী শর্ত দিল বালোচ হামলাকারীরা?
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শাপুর্জি এলাকা ওই বিরিয়ানির দোকানে এসে বাকিতে দশ প্যাকেট বিরিয়ানি চায় অজয় সর্দার নামে ওই যুবক৷ কিন্তু তা দিতে অস্বীকার করেন দোকানের কর্মচারীরা৷ অভিযোগ, মাঝেমধ্যেই দোকানে এসে বাকিতে বিরিয়ানি নয়তো টাকা দাবি করে ওই যুবক৷ এ দিন বিরিয়ানি না পেয়ে অজয় এবং তার দলবল দোকানে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ৷
গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিরিয়ানির দোকানের মালিক রূপম বিশ্বাস৷ তখন তার উপরে চড়াও হয় অজয় এবং তার সঙ্গীরা৷ উইকেট দিয়ে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ এর পরই ঘটনাস্থল ছেডে় চম্পট দেয় দুষ্কৃতী দল৷ রক্তাক্ত অবস্থায় বিরিয়ানির দোকানের মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতেই টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন বিরিয়ানির দোকানের আক্রান্ত মালিক৷
Kolkata,West Bengal
March 12, 2025 2:15 AM IST
Expressway: দুর্গাপুর ও কোনা এক্সপ্রেসওয়ের কাজ কবে শেষ হবে? বিশেষ বৈঠক নবান্নে