Last Updated:
Birbhum Tourism: বীরভূমের দু’ই বক্রেশ্বর, একটি পরিচিত, আরেকটি উপেক্ষিত, এই দু’ইয়ের মধ্যেই লুকিয়ে আছে রাড়ভূমির আধ্যাত্মিক ঐতিহ্য, সাধনার ইতিহাস।

বীরভূমের দু’ই তীর্থভূমি ‘নতুন’ ও ‘পুরাতন’ বক্রেশ্বর
সুদীপ্ত গড়াই , বীরভূম: বক্রেশ্বর নামটি শুনলেই প্রথমেই বীরভূমের এক পবিত্র তীর্থস্থানের ছবি চোখে ভেসে ওঠে। উষ্ণ প্রস্রবণ, সতীপীঠ, এবং শিবের আরাধনাস্থল ‘নতুন বক্রেশ্বর’। কিন্তু অনেকেই জানেন না, এই জেলার বুকেই লুকিয়ে রয়েছে আরও এক আধ্যাত্মিক ইতিহাস, ‘পুরাতন বক্রেশ্বর’।
নতুন বক্রেশ্বর, যা বক্রেশ্বর নামেই অধিক পরিচিত, অবস্থিত বীরভূমের দুবরাজপুর ব্লকে। এটি ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর ‘বাম কানের’ দেহাংশ পতিত হয়েছিল। দেশ-বিদেশের হাজারো ভক্ত এখানে প্রতি বছর ভিড় জমান।
অন্যদিকে বীরভূমের খয়রাশোল ব্লকের দেবগঞ্জ গ্রামে অবস্থিত ‘পুরাতন বক্রেশ্বর’ এক নিঃসঙ্গ অথচ অতীব গুরুত্বপূর্ণ তীর্থভূমি। লোকপুর থানার অন্তর্গত এই স্থানে আজও শান্ত নিসর্গের মাঝে বয়ে চলে উষ্ণ প্রস্রবণ। রয়েছে অষ্টাবক্র মুনির সমাধি, প্রাচীন শ্মশান, কালী মন্দির এবং একটি পুরনো শিব মন্দিরের ধ্বংসাবশেষ। এই স্থানটি এখনও পর্যটনের মানচিত্রে ততটা জায়গা করে নিতে পারেনি।
Kolkata,West Bengal
August 03, 2025 12:03 AM IST