Last Updated:
Ram Navami: চলতি মাসের রবিবার অর্থাৎ ৬ এপ্রিল রামনবমী উৎসব। রামনবমীর দিন সকাল থেকেই বিভিন্ন মিছিল বার করা হয়। কোথাও রামের মূর্তি নিয়ে আবার কোথাও হনুমানের মূর্তি নিয়ে।

লোহার তৈরি হনুমান মূর্তি
এই রামনবমী উৎসব উপলক্ষে এক ভিন্ন ধরনের হনুমানের মূর্তি তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিচ্ছেন বীরভূমে বাসিন্দা গৌতম কর্মকার। লম্বায় প্রায় ৮ ফুট এবং চওড়ায় প্রায় ৮ ফুট লোহা দিয়ে এক বিশেষ পদ্ধতি অবলম্বন করে হনুমানের মূর্তি তৈরি করা হচ্ছে। ওয়েল্ডিং মেশিনের দ্বারা সূক্ষ্ম পদ্ধতিতে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে এক হনুমানের মূর্তি তৈরি করছেন গৌতম কর্মকার।
আরও পড়ুন: সাপের ‘হানিমুন স্পট’, মিলনের জন্য প্রতি বছর আসে ৭৫ হাজার সাপ! কোথায় এই বিষাক্ততম এলাকা
লোহা দিয়ে তৈরি সেই হনুমানের মূর্তি রামনবমীর দিন বীরভূমের দুবরাজপুর এলাকায় যে কয়েক হাজার মানুষের শোভাযাত্রা বের হয় সেখানে প্রদর্শন করা হবে। যার উদ্যোগে এই শোভাযাত্রা বার হয় সেই ঝুলন মেহেতোরি বলেন, ”শুধু রামনবমী উপলক্ষে হনুমানের মূর্তি নয় এর আগেও সরস্বতী পুজোর সময় লোহা দিয়ে সরস্বতী প্রতিমা এবং বসন্ত উৎসবে রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি কার্যত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।”
উদ্যোক্তাদের আশা লোহা দিয়ে তৈরি এই হনুমানজির মূর্তি এবারও দুবরাজপুরের বাসিন্দাদের মনে আনন্দ দেবে। আগামী দিনে আরও নতুনত্ব কিছু করার ইচ্ছা রয়েছে উদ্যোক্তাদের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 02, 2025 11:14 PM IST
Bankura News: বেঁচে যাবে লাখ লাখ টাকা! বাংলায় এই প্রথম এমন সুবিধা! অস্ত্রোপচার ছাড়াই কমবে হাঁটুর সমস্যা