Birbhum M*ur*der Update: বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, কী কারণে শত্রুতা, সামনে এল কারণ…

Birbhum M*ur*der Update: বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, কী কারণে শত্রুতা, সামনে এল কারণ…

Last Updated:

Birbhum M*ur*der Update: গ্রামে থমথমে পরিস্থিতি, ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লা শেখকে খুন করেছে।

News18Birbhum M*ur*der Update: বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, কী কারণে শত্রুতা, সামনে এল কারণ…
News18

বীরভূম: বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের স্বামীকে বোমা মেরে খুনের ঘটনায় একজনকে আটক করল মল্লারপুর থানার পুলিশ। পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান, যার বিরুদ্ধে বোমা মেরে খুন করার অভিযোগ ইয়াফোর শেখ ওরফে বসিরের সঙ্গে বাইতুল্লা শেখ জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল, আর সেই ঝামেলার কারণে বোমা মেরে খুন করে বসির।

তার বাড়ি নিহত বাইতুল্লা শেখের বাড়ির পিছনে। খুনের ঘটনার পর থেকেই গ্রামে চলছে পুলিশের টহলদারি। বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে তিনজনের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাইতুল্লা শেখ। সেই সময় একটি পুকুর পাড়ের কাছে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।

সৌভিক রায়

Scroll to Top