Last Updated:
বাইক স্টান্ট শো দেখে থমকে যাচ্ছেন দর্শকরা

বাইক স্টান্ট শো
মুর্শিদাবাদ: বাইক স্টান্ট শো দেখছেন কখনও। মুর্শিদাবাদের সাগরপাড়ায় কয়েকজন যুবক তারা নিজেদের উদ্যোগে বাইক স্টান্ট শো করে দেখালেন। কিন্তু স্টান্ট শোর নির্দিষ্টভাবে প্রশিক্ষণ না নিলে এই বাইকের খেলা দেখাতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনিও। বর্তমান সময়ে এই স্টান্ট শো একটি জনপ্রিয় হলেও, তাই স্টান্ট করার আগে সাবধান। ঘটে যেতে পারে বড় ধরণের বিপদ।
জলঙ্গি ব্লকে এই প্রথম সাগরপাড়ায় বাইক রাইডারদের মেলা বসল। সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর হাই স্কুল ময়দানে সাহেবনগর সবুজ সংঘের পরিচালনায় বাইক রাইডারদের মেলার আয়োজন করা হয়। হাজার হাজার লোকের সমাগম হয় বাইক রাইড দেখার জন্য। মার্জল নামক এক রাইডার্সের স্টান্ট শো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
আরও পড়ুন: কালবৈশাখী, শিলাবৃষ্টিতে সব তছনছ! মুর্শিদাবাদে পাকা ধানে মই! মাথায় হাত চাষিদের
বাইক চালক মার্জলের কথায়, মোটর সাইকেল স্টান্ট রাইডিং হল একটি মোটর স্পোর্ট, যেখানে হুইলি, স্টপি, অ্যাক্রোব্যাটিকস, বার্নআউট, ড্রিফটিং এবং জাম্পিং নামে পরিচিত স্টান্টগুলি অন্তর্ভুক্ত থাকে। মোটর সাইকেলগুলিকে কখনও কখনও একাধিক কৌশল হ্যান্ডব্রেক, সাবকেজ, ক্র্যাশকেজ, স্টপার ইত্যাদি করার জন্য পরিবর্তন করা হয়। তবে প্রশিক্ষণ ছাড়া এই স্টান্টবাজি করলেই ঘটে যেতে পারে মহা বিপদ। ফলে যুব সমাজকে প্রশিক্ষণ ছাড়া স্টান্টবাজি করতে নিষেধাজ্ঞা করছে রাইডাররা। এই স্টান্ট শো পাবলিক জায়গাতে করা উচিৎ না। হেলমেট পরে তবেই বাইক চালিয়ে স্টান্ট শো করা যেতে পারে। তবে তাও প্রশিক্ষণ নিয়ে। না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, জলঙ্গিতে এই প্রথম স্টান্ট শো করা হয়েছে। তবে উৎসাহিত নয়, মানুষকে মনোরঞ্জন দেওয়ার উদ্দেশ্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কৌশিক অধিকারী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 29, 2025 2:35 PM IST
Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে ‘দানব’ বাসের ধাক্কায় গুরুতর জখম ৬