Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

Last Updated:

কোনও নামের অন্তর্ভুক্তি বা বাদ যাওয়া অথবা অন্য কোনও সংশোধনী নিয়ে সাধারণ মানুষের কারও কোনও আপত্তি থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে৷

News18Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?
News18

বিহারে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে গিয়ে বাদ গিয়েছে ৫২ লক্ষ ভোটারের নাম৷ দেশ জুড়ে তুমুল বিতর্ক এবং বিরোধী পক্ষের বিক্ষোভের মধ্যেই এ কথা জানাল নির্বাচন কমিশন৷

কমিশন আরও জানিয়েছে, যে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের মধ্যে ১৮ লক্ষ ভোটারই মৃত৷ তার পরেও তাঁদের নাম ভোটার তালিকায় ছিল৷ ২৬ লক্ষ ভোটার অন্য কোনও বিধানসভা এলাকায় গিয়ে বসবাস করছেন৷ আবার ৭ লক্ষ এমন ভোটারের নাম বাদ গিয়েছে, যাঁদের নাম দুটি জায়গায় ছিল৷

আগামী ১ অগাস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন৷ কমিশন আশ্বাস দিয়েছে, ১ অগাস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তাতে কোনও নামের অন্তর্ভুক্তি বা বাদ যাওয়া অথবা অন্য কোনও সংশোধনী নিয়ে সাধারণ মানুষের কারও কোনও আপত্তি থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে৷ ন্যায্য একজন ভোটারের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে না বলেও আশ্বস্ত করেছে কমিশন৷

কমিশন জানিয়েছে, নির্দিষ্ট ফর্ম পূরণ করে যাঁরাই জমা করেছেন, তাঁদের প্রত্যেকের নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে৷ যাঁরা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, তাঁরা সেই সমস্ত নথি জমা দিলেই তাঁদের নাম চূড়ান্ত তালিকাতেও থাকবে৷ আগামী ৩০ সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন৷ তার পরেও মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন পর্যন্ত নতুন ভোটাররা নিজেদের নাম তালিকায় সংযুক্ত করার আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছে কমিশন৷

বাংলা খবর/ খবর/দেশ/

Bihar Voter List Revision Update: বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল ৫২ লক্ষ নাম! দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানাল কমিশন?

Scroll to Top