Bihar Araria Encounter: আরা এবং পূর্ণিয়ার গয়নার শোরুমের ডাকাতির সঙ্গে যোগ, পুলিশের এনকাউন্টারে খতম ১ দুষ্কৃতী! জখম তিন জওয়ান

Bihar Araria Encounter: আরা এবং পূর্ণিয়ার গয়নার শোরুমের ডাকাতির সঙ্গে যোগ, পুলিশের এনকাউন্টারে খতম ১ দুষ্কৃতী! জখম তিন জওয়ান

Last Updated:

Bihar Araria Encounter: আরারিয়া জেলায় এসটিএফ এবং দুষ্কৃতীদের মধ্যে চলেছে ব্যাপক গুলির সংঘর্ষ। তাতে আহত হয়েছেন তিন জন এসটিএফ জওয়ান। শুধু তা-ই নয়, গুরুতর জখম হয়েছিল এক দুষ্কৃতীও। তবে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার সময় মৃত্যু হয়েছে তার।

পুলিশের এনকাউন্টারে মৃত চুনমুন ঝাBihar Araria Encounter: আরা এবং পূর্ণিয়ার গয়নার শোরুমের ডাকাতির সঙ্গে যোগ, পুলিশের এনকাউন্টারে খতম ১ দুষ্কৃতী! জখম তিন জওয়ান
পুলিশের এনকাউন্টারে মৃত চুনমুন ঝা

Report: Satish Kumar

আরারিয়া, বিহার: আবারও এনকাউন্টারের জন্য খবরের শিরোনামে উঠে এল পড়শি রাজ্য বিহার। সেখানকার আরারিয়া জেলায় এসটিএফ এবং দুষ্কৃতীদের মধ্যে চলে ব্যাপক গুলির সংঘর্ষ। তাতে আহত হয়েছেন তিন জন এসটিএফ জওয়ান। শুধু তা-ই নয়, গুরুতর জখম হয়েছিল এক দুষ্কৃতীও। তবে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার সময় মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর, নরপতগঞ্জের থানার কাছে একটি খালের পাশে মাঝরাতে প্রায় ২টো নাগাদ এই এনকাউন্টার শুরু হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে এক দুষ্কৃতী। তবে জখম দুষ্কৃতীর বুকে ২ বার গুলি করা হয়েছিল বলে খবর।

পুলিশ সূত্রের খবর, চুনমুন ঝা নামে ওই দুষ্কৃতী পুলিশের এনকাউন্টারে জখম হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর। এই ঘটনায় অবশ্য তিন জন এসটিএফ জওয়ান এবং নরপতগঞ্জ থানার ইন-চার্জ বিকাশ কুমার আহত হয়েছেন।

আরও পড়ুন– বেফাঁস মন্তব্যের খেসারত, ভাঙা পড়ছে ৩১ কোটি টাকার বিলাসবহুল বাড়ি ! আদালতের নির্দেশে স্তম্ভিত মালিক

জানা গিয়েছে যে, ঘটনার সময় দুষ্কৃতীর একেবারে ঘিরে ফেলেছিল পুলিশ। এরপর গুলির লড়াই শুরু হয়। আহতদের সঙ্গে সঙ্গে নরপতগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথ্য অনুযায়ী, নরপতগঞ্জের থালহা খালের কাছে ওই এনকাউন্টারের পর বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে রয়েছেন এসপি অঞ্জনি কুমার, এসডিপিও রাম পুকার সিং এবং সিডিপিও মুকেশ শাহের মতো আধিকারিকেরাও।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, বিহারের পূর্ণিয়ার তনিষ্ক শো-রুমে এক বড়সড় ডাকাতি হয়েছিল। আর সেই কাণ্ডে জড়িত দুষ্কৃতীদেরই এনকাউন্টারে খতম করা হল। এমনকী, সন্দেহ করা হচ্ছে যে, এই দুষ্কৃতীরাই বিহারের আরার তনিষ্ক শোরুমে ডাকাতি করতে গিয়েছিল। আরারিয়ার এসপি অঞ্জনি কুমার সিং এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেন। সেই সঙ্গে এ-ও বলেন যে, দুষ্কৃতীদের ধরার জন্য অভিযান চালানো হবে। তারপরেই এই এনকাউন্টার চালানো হয়েছে।

আরও পড়ুন– ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ কী জানেন? আজও এর গুরুত্ব অসীম, বহু দেশে ব্যাপক জনপ্রিয়ও

তথ্য অনুযায়ী, অপরাধীদের গ্রেফতার করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। সেই সময়ই গ্রেফতার হওয়ার আশঙ্কায় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জবাবে পুলিশও অবশ্য পাল্টা গুলি চালাতে থাকে। এরই মাঝে দুষ্কৃতী চুনমুন ঝা-র বুকে গুলি চালিয়ে দেয় পুলিশ। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তার। বর্তমানে অন্যান্য অপরাধীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/

Bihar Araria Encounter: আরা এবং পূর্ণিয়ার গয়নার শোরুমের ডাকাতির সঙ্গে যোগ, পুলিশের এনকাউন্টারে খতম ১ দুষ্কৃতী! জখম তিন জওয়ান

Next Article

Indian Railways: শীঘ্রই শেষ হবে কাজ, ভৈরবী-সাইরাং রেল প্রকল্প নিয়ে আশাবাদী রেল