Bhool Bhulaiyaan 3: কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ না কি অজয়ের ‘সিঙ্ঘম এগেইন’! দীপাবলিতে কে এগিয়ে?

Bhool Bhulaiyaan 3: কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ না কি অজয়ের ‘সিঙ্ঘম এগেইন’! দীপাবলিতে কে এগিয়ে?

Last Updated:

তাঁরা বলছেন, ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে পুরোদমে প্রচার চলছে। সেখানে ‘সিঙ্ঘম এগেইন’ গত মাসে ট্রেলার লঞ্চের পর যেন কিছুটা বসে গিয়েছে।

Bhool Bhulaiyaan 3: কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ না কি অজয়ের ‘সিঙ্ঘম এগেইন’! দীপাবলিতে কে এগিয়ে?

দীপাবলিতে মহাযুদ্ধ। ১ নভেম্বর বক্সঅফিসে মুখোমুখি হচ্ছেন অজয় দেবগন এবং কার্তিক আরিয়ান। একদিকে ‘সিঙ্ঘম এগেইন’, আরেকদিকে ‘ভুল ভুলাইয়া ৩’। দুটি সিনেমারই আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু বক্স অফিসে শেষ হাসি কে হাসবে?

আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ৩’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। রয়েছেন মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরিও। ১৭ বছর পর ফের মঞ্জুলিকা রূপে রূপালি পর্দায় ফিরেছেন বিদ্যা বালন। অন্য দিকে, ‘সিঙ্ঘম এগেইন’-এ মুখ্য ভূমিকায় যথারীতি অজয় দেবগন। এছাড়াও রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর প্রমুখ।

আরও পড়ুন- শনির বিরাট চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! ত্রিভুবন কাঁপাবে ৫ রাশির, লাগবে লটারি, খুলবে উন্নতির দরজা, ব্যবসায়ীরা ‘মালামাল’

এখন প্রশ্ন হল কে এগিয়ে? বক্স অফিসে কে বাজি মারবে? মুক্তির আগে চলচ্চিত্র বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নই করেছিল News18 Showsha। তাঁরা বলছেন, ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে পুরোদমে প্রচার চলছে। সেখানে ‘সিঙ্ঘম এগেইন’ গত মাসে ট্রেলার লঞ্চের পর যেন কিছুটা বসে গিয়েছে। তারপরেও স্টার কাস্টের জন্য ‘সিঙ্ঘম এগেইন’ কিছুটা হলেও এগিয়ে থাকবে।

বাণিজ্য বিশেষজ্ঞ অতুল মোহনের কথায়, “’ভুল ভুলাইয়া ৩-এ কার্তিক আরিয়ানই সব। তিনি কতটা দর্শক টানতে পারছেন, তার উপরেই সবটা নির্ভর করবে। কিন্তু ‘সিঙ্ঘম এগেইন’-এ অজয়, অক্ষয়, রণবীর, দীপিকা, টাইগাররা আছেন। পুরো স্টার প্যাকেজ। এই পরিস্থিতিতে ‘ভুল ভুলাইয়া ৩’-কে প্রচারে ঝাঁপাতে হবে। তারা বাড়িতে বাসে থাকতে পারে না। কার্তিক সেটাই করছেন। তাঁকে ‘সিঙ্ঘম এগেইন’-এর পুরো স্টার কাস্টের সামনে নিজের উপস্থিতি তৈরি করতে হবে।”

প্রখ্যাত চলচ্চিত্র বিশ্লেষক কোমল নাহটা মনে করছেন ‘সিঙ্ঘম এগেইন’-এ সলমন খানের ক্যামিও রোলের কথা জানানোটা মাস্টারস্ট্রোক। তিনি বলছেন, “সবসময়ই যে মাঠে নেমে প্রচার করতে হবে তার কোনও মানে নেই। কখনও কখনও একটা ট্রেলারই যথেষ্ট। কোনও নির্দিষ্ট সুত্র মেনে ছবির প্রচার হয় না। সম্প্রতি তারা সলমনের ক্যামিও রোলের কথা সামনে এনেছে। এটা দুর্দান্ত কৌশল।”

চলচ্চিত্র নির্মাতা এবং বিশ্লেষক গিরিশ জোহরও ‘সিঙ্ঘম এগেইন’-এর উপরেই বাজি ধরেছেন। তাঁর মতে, এই ছবির সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-এর তুলনা করাই উচিত নয়। গিরিশের কথায়, “ এটা অনেকটা আপেল আর কমলালেবুর তুলনা করার মতো। একটা ছবির বাজেট ২০০ কোটির বেশি। আরেকটির ১২০ কোটি। ‘সিঙ্ঘম এগেইন’ মাল্টি-স্টারার সিনেমা। প্রায় দশ জন বড় তারকা রয়েছেন। সেখানে ‘ভুল ভুলাইয়া ৩’-এ কার্তিক, বিদ্যা, তৃপ্তি। কোনও তুলনাই হয় না।”

Scroll to Top