Last Updated:
ব্যাঙ্কক থেকে ফিরতেই বিপত্তি, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ভারতী সিং। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, রক্ত পরীক্ষাও করিয়েছেন, নিজের শারীরিক পরিস্থিতির কথা জানাতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন ভারতী

Image: News18
মুম্বই: সদ্য ব্যাঙ্কক থেকে ফিরেছেন কৌতুকশিল্পী ও ‘লাফটার শেফ সিজন ২’-এর হোস্ট ভারতী সিং। পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাঙ্কক থেকে ফিরতেই বিপত্তি, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ভারতী সিং। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, রক্ত পরীক্ষাও করিয়েছেন, নিজের শারীরিক পরিস্থিতির কথা জানাতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন ভারতী।
সম্প্রতি নিজের ভ্লগে ভারতী জানান, ” হর্ষ (ভারতীর স্বামী) রক্ত পরীক্ষার জন্য এক জনকে ডেকেছিলেন। তিনি আমার রক্ত সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। বেশ কিছু দিন ধরে আমার শরীর ভাল নেই। কিছু ভাল লাগছে না। ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে খুব অবসন্ন ও অলস লাগছে। গুরুতর কিছু হয়েছে কি না, তা দেখার জন্য রক্ত পরীক্ষা করাচ্ছি। আমার সত্যিই খুব ভয় করছে।”
তিনি এও বলেন, ” রক্ত পরীক্ষা হবে বলে সকাল থেকে আমি কাঁদছি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই ফুল বডি চেক-আপ করাব। কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই যে আমার ভয় লাগে। কিন্তু আজকের দিনে স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। চতুর্দিকে নানা উদ্বেগজনক খবর, কত জনের সঙ্গে কত কী হচ্ছে…আপনারা সবাই নিজেদের জীবনযাপন উন্নত করার দিকে মন দিন। আমি নিজেও সেই চেষ্টাই করছি।”
উল্লেখ্য, দেশে এবং সারা বিশ্বে আবার চোখা রাঙাচ্ছে করোনা ভাইরাস। মুম্বইয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই এই পরিস্টিতিতে ব্যাঙ্কক থেকে ফিরে জ্বরে ভোগায় ভয় পেয়ে যান ভারতী সিং। একই ভিডিওতে তিনি জানান, ব্যাংকক থেকে ফেরার সময়েও বিপদে পড়েছিলেন তিনি। বিমানটি এয়ার টারবুল্যান্স পড়ে যাওয়ায় খুব ভয় পেয়েছিলেন।
Kolkata,West Bengal
May 29, 2025 11:33 PM IST