Last Updated:
Bangla News: ৪০ মিনিটেই এবার পৌঁছনো যাবে বারাসাত থেকে বনগাঁ! বদলে যাবে যশোর রোডের চেনা দুর্ভোগের ছবি, বড় ঘোষণা বিধায়কের…

বারাসত, রুদ্র নারায়ণ রায়: বদলে যাবে বারাসত থেকে সীমান্ত শহর বনগাঁ যাওয়ার যশোর রোডের চেনা দুর্ভোগের ছবি! বর্তমানে যে পথ যেতে দু’ঘণ্টারও বেশি সময় লাগে, তা অতিক্রম করা যাবে মাত্র ৪০ মিনিটেই! এমনই আশার কথা শোনালেন হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভাবছেন কীভাবে সম্ভব? বিধায়ক জানান তৈরি হবে উড়ালপুল।
আগামী বছরের এপ্রিল থেকেই শুরু হবে সেই কাজ। এদিন হাবড়ায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী বছরের মার্চ বা এপ্রিল মাস থেকে কাজ শুরু হবে উড়ালপুল তৈরির। তবে এই উড়ালপুল নির্মাণের জন্য অন্তত এক বছর রাস্তা বন্ধ রাখতে হবে। তাই বিকল্প পথের ভাবনাও ইতিমধ্যেই শুরু করেছে সরকার।
জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যানজট মুক্ত যশোর রোড, নানা সময়ে বারাসাত হাবরা ও বনগাঁয় সংকীর্ণ যশোর রোড হাওয়াই যানজট লেগেই থাকে। দীর্ঘসময় অপেক্ষা করতে হয় যানচালক থেকে পথচারীদের। সেই জায়গায় দাঁড়িয়ে জেলার গুরুত্বপূর্ণ এই দুই প্রান্তে উড়ালপুলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ হলে বদলে যাবে জেলার আর্থ-সামাজিক পরিস্থিতিও বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Kolkata,West Bengal
August 23, 2025 6:57 PM IST
Bengali News: মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?