Bengali Movie-Tollywood: ‘হল পাচ্ছে না বাংলা ছবি!’ কতটা সত্যি? টলিপাড়া বলছে একেবারে অন্য কথা! বিতর্ক তুঙ্গে

Bengali Movie-Tollywood: ‘হল পাচ্ছে না বাংলা ছবি!’ কতটা সত্যি? টলিপাড়া বলছে একেবারে অন্য কথা! বিতর্ক তুঙ্গে

Bengali Movie-Tollywood: ‘হল পাচ্ছে না বাংলা ছবি!’ কতটা সত্যি? টলিপাড়া বলছে একেবারে অন্য কথা! বিতর্ক তুঙ্গে

Last Updated:

Bengali Movie-Tollywood: যেখানে দেব বলছেন শেষ দেখে ছাড়বেন! সেখানেই বাংলা ছবির হল না পাওয়া নিয়ে একেবারে অন্য কথা শোনা যাচ্ছে টলিপাড়ায়! জানুন

কলকাতা:  বিরাট ব্যবসা করে বক্স অফিসে তুমুল হিট অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা ২’! গোটা ভারতে বেশিরভাগ হলেই চলছে এই ছবি! এরই মধ্যে বাংলায় শুরু হয়েছে তুমুল লড়াই! বাংলা ছবি পাচ্ছে না হল! তা নিয়ে চলছে বিতর্ক! অভিনেতা দেব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘খাদান’-এর হল না পাওয়া নিয়ে সোচ্চার হন! তিনি পোস্ট করে লিখেছেন অন্য ভাষার ছবির দাপটে বাংলা ছবি সেভাবে হল পাচ্ছে না! শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা বলেন দেব! তবে অন্যদিকে পরিচালক অভিনেত্রী মানসী সিনহা কিন্তু অন্য কথা বলছেন!

দেবের খাদানের সঙ্গেই মুক্তি পাচ্ছে মানসী সিনহার ছবি ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন ‘। মানসী সিনহা অবশ্য বলছেন, যে তিনি যতটা না আশা করেছেন তার থেকে অনেক বেশি হল পেয়েছেন। বাংলা ছবির হল পাওয়া নিয়ে মানসীর কোনও অভিযোগ বা আক্ষেপ নেই। তাঁর ছবি পর্যাপ্ত হল পেয়েছে বলে তিনি বলছেন।

অন্যদিকে শহরের অন্যতম পুরনো প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তর বক্তব্য, তাঁর হলে তিনটে বাংলা ছবি দেখানো হবে। তিনি ‘খাদান’ ও দেখাচ্ছেন। তাঁর মতে খাদান পর্যাপ্ত হল পেয়েছে। চারটি ছবি মুক্তি পাচ্ছে এই শুক্রবার। শুধুমাত্র স্ক্রিনের অভাবে তিনি সন্তানকে জায়গা দিতে পারেননি। বাকি তিনটে ছবি তাঁর হলে চলবে। নাম না করে পুষ্পা টুর প্রসঙ্গে বলেন, যে ছবি দু সপ্তাহ আগে থেকে ভাল ব্যবসা দিচ্ছে সেটাকে চট করে নামিয়ে দেওয়া যায় না। তবে খাদান হল পায়নি এই অভিযোগকে তিনি নস্যাৎ করেছেন।

আরও পড়ুন: লড়াইয়ে নামার আগেই অল্লুর পুষ্পা ২-র কাছে হারল ‘খাদান’? হল পাচ্ছে না দেবের ছবি

অন্যদিকে সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় একটাও সিঙ্গেল থিয়েটার পায়নি সন্তান। এই নিয়ে হল মালিকদের ওপর রাজ চক্রবর্তীর আক্ষেপ রয়েছে। তবে রাজ এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। এক সঙ্গে বাংলায় মুক্তি পাবে চারটি বাংলা ছবি! আর এই সময়েই বাংলা ছবির হল পাওয়া ও না পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে!

বাংলা খবর/ খবর/বিনোদন/

Bengali Movie-Tollywood: ‘হল পাচ্ছে না বাংলা ছবি!’ কতটা সত্যি? টলিপাড়া বলছে একেবারে অন্য কথা! বিতর্ক তুঙ্গে

Scroll to Top