Last Updated:
সুন্দরবনের মধুর একটি আলাদা কদর আছে, এর দামও পাওয়া যায় ভাল। একদিকে সুন্দরবন এলাকা অপরদিকে এই সময় সরিষা ফুলের অভাব হয় না।

মৌমাছি চাষে প্রশিক্ষণ
উত্তর ২৪ পরগনা: উৎকৃষ্ট মানের বনফুলের মধু তৈরি প্রশিক্ষণে জঙ্গলমহল থেকে সুন্দরবন এলাকায়।জঙ্গলমহল এলাকায় বেকার যুবকদের স্বনির্ভরতার পাঠ দিতে কৃষি দফতরের উদ্যোগে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক থেকে আদিবাসী অধ্যুষিত এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মৌমাছি থেকে মধু চাষের জন্য মাইগ্রেশনের উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মূলত জঙ্গলমহল এলাকায় ইউক্যালিপটাস মহুয়াসহ বিভিন্ন গাছের ফুলের আকাল দেখা দিয়েছে। পাশাপাশি সুন্দরবন এলাকায় বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে শীতকালীন সরিষার চাষ হয় পাশাপাশি সুন্দরবন অধ্যুষিত এলাকা হওয়ায় বনজ ফুল থেকে মৌমাছি মধু তৈরি করতে পারে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
উল্লেখ্য সুন্দরবনের মধুর একটি আলাদা কদর আছে, এর দামও পাওয়া যায় ভাল। একদিকে সুন্দরবন এলাকা অপরদিকে এই সময় সরিষা ফুলের অভাব হয় না। ঝাড়গ্রাম জেলা কৃষি দফতরের উদ্যোগে জঙ্গলমহল এলাকার যুবকদের মৌমাছি চাষ এবং মধু সংগ্রহের সব রকম প্রশিক্ষণ দিতে এবং তাদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে।
এর ফলে একদিকে যেমন উন্নত মানের মধু তৈরি সম্ভব হবে ঠিক তেমনি মধুর বিপুল চাহিদা থাকায় সেই চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
জুলফিকার মোল্লা
Kolkata,West Bengal
January 24, 2025 5:48 AM IST
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে নিয়ে লেখা হল গান! উঠে এল সুভাষ ও বাঁকুড়ার গভীর সম্পর্ক