BEd Admission: শিক্ষক নিয়োগ প্রশ্নেই কি কমছে আগ্রহ? ৭ হাজার আসন ফাঁকা! একধাক্কায় বিরাট পতন বিএড পড়ুয়ার সংখ্যায়

BEd Admission: শিক্ষক নিয়োগ প্রশ্নেই কি কমছে আগ্রহ? ৭ হাজার আসন ফাঁকা! একধাক্কায় বিরাট পতন বিএড পড়ুয়ার সংখ্যায়

Last Updated:

BEd Admission: ২০২৩- ২৫ শিক্ষাবর্ষের তুলনায় ২০২৪ -২৬ শিক্ষাবর্ষে অর্থাৎ চলতি শিক্ষা বর্ষে রাজ্যের বিএড কলেজ গুলিতে এক ধাক্কায় অনেকটাই কমল বিএড পড়ুয়ার সংখ্যা।

কমল বিএড পড়ুয়ার সংখ্যা। (ফাইল ছবি)BEd Admission: শিক্ষক নিয়োগ প্রশ্নেই কি কমছে আগ্রহ? ৭ হাজার আসন ফাঁকা! একধাক্কায় বিরাট পতন বিএড পড়ুয়ার সংখ্যায়
কমল বিএড পড়ুয়ার সংখ্যা। (ফাইল ছবি)

কলকাতা: ২০২৩- ২৫ শিক্ষাবর্ষের তুলনায় ২০২৪ -২৬ শিক্ষাবর্ষে অর্থাৎ চলতি শিক্ষা বর্ষে রাজ্যের বিএড কলেজ গুলিতে এক ধাক্কায় অনেকটাই কমল বিএড পড়ুয়ার সংখ্যা। চলতি শিক্ষাবর্ষে রাজ্য জুড়ে ৬০০টিরও বেশি বিএড কলেজে প্রায় ৭ হাজার আসন ফাঁকা থেকে গেল।

বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্য জুড়ে বিএড পড়ার জন্য মোট আসন সংখ্যা ৫৫ হাজার ১৫০ টি। তার মধ্যে প্রায় ৪৮ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করল বিএড পড়ার জন্য। অথচ, ২০২৩- ২৫ শিক্ষাবর্ষে অর্থাৎ এর আগের বছর বি এড ভর্তির হার ছিল প্রায় ৯৮ শতাংশ। এবারের রেজিস্ট্রেশনে সেই সংখ্যা এক ধাক্কায় কমে গেল প্রায় ১০ শতাংশ।

আরও পড়ুন: ঝকঝক করবে মুখ…! গরমে এই ছোট্ট কাজটি করুন, ৭ দিনেই দেখুন ম্যাজিক তফাৎ, ঠিকরে পড়বে ‘গ্লো’, গ্যারান্টি!

অনেকে বিএড পড়ার জন্য ভর্তি হয়েও রেজিস্ট্রেশন করলেন না। রাজ্যে গত কয়েক বছর ধরে উচ্চ প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নেই। তার জেরেই কি এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে এত আসন ফাঁকা?

বাংলা খবর/ খবর/শিক্ষা/

BEd Admission: শিক্ষক নিয়োগ প্রশ্নেই কি কমছে আগ্রহ? ৭ হাজার আসন ফাঁকা! একধাক্কায় বিরাট পতন বিএড পড়ুয়ার সংখ্যায়

Next Article

West Medinipur News: গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটিতে, জানুন বিস্তারিত 

Scroll to Top