Last Updated:
Bardhaman News: আগামী ২০ ও ২১ জুলাই শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁদিকে ৪২ বিঘা ফাঁকা জমিতে বসবে এই জমজমাট “ল্যাংচা মেলা”।

ল্যাংচার ছবি
শক্তিগড়: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই একুশে জুলাই-এর শহিদ দিবস। প্রতিবছরই শহিদ দিবসের কলকাতা সমাবেশ থেকে ফেরা তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমান শক্তিগড় ল্যাংচা হাবে। এর ফলে এলাকায় একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এই পরিস্থিতি মোকাবেলায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে। আয়োজন করা হচ্ছে ‘ল্যাংচা মেলা’। আগামী ২০ ও ২১ জুলাই শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁদিকে ৪২ বিঘা ফাঁকা জমিতে বসবে এই জমজমাট “ল্যাংচা মেলা”।
গত দু’দশক ধরে ২১ জুলাই শহিদ দিবসের দিন ল্যাংচা হাবে জনস্রোত নামে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দীপনা আরও বাড়ায়। এই ভিড় এখন আরও ব্যাপক আকার নিয়েছে। কলকাতা থেকে ফেরার পথে বাস আর ছোট গাড়ির ভিড় ল্যাংচা হাবের পশ্চিম দিকের দোকানগুলোতে উপচে পড়ে, যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট হয়। পুলিশ প্রশাসনকেও এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই এবার প্রশাসনের এই উদ্যোগ। প্রস্তুতি তুঙ্গে, ব্যবসায়ীরাও আশাবাদী।
জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সামিল হয়েছে শক্তিগড় থানা, ল্যাংচা ব্যবসায়ী সমিতি এবং বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতি। গত সোমবার পুলিশ প্রশাসনের উদ্যোগে ল্যাংচা হাবের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও। তিনি জানান, যানজট এড়াতে ২০ ও ২১ জুলাই সমস্ত ল্যাংচা ব্যবসায়ীকে নিয়ে নির্দিষ্ট স্থানে ‘ল্যাংচা মেলা’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে, যাতে মূল সড়ক যানজটমুক্ত রাখা যায়। বর্ধমানমুখী জাতীয় সড়কের বাঁদিকে ৪২ বিঘা ফাঁকা জমিতে এই মেলার আয়োজন করা হবে। শক্তিগড়ে কমবেশি ৪০-৪৫ টি ল্যাংচার দোকান রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন, তেমনই তাদের ব্যবসাও স্বাভাবিক ছন্দে চলবে। গুণগত মান নিশ্চিতকরণেও জোর দেওয়া হয়েছে। গতবার ২১ জুলাইয়ের আগে শক্তিগড়ের ল্যাংচার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি ল্যাংচায় ছত্রাকও দেখা গিয়েছিল। এই বিষয়টি মাথায় রেখে এবার সকল ব্যবসায়ীকে ল্যাংচার গুণগত মান স্বাস্থ্যসম্মত রাখার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
এই উদ্যোগে বিধায়ক, পূর্ব বর্ধমান জেলা পুলিশ, বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতি, বড়শুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বৈকুণ্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে। ল্যাংচা মেলা শুধু যানজট সমস্যাই নয়, ল্যাংচার ঐতিহ্য ও গুণগত মানকে আরও উজ্জ্বল করবে বলেই আশা করা হচ্ছে। এই মেলা ক্রেতাদের কাছে কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার।
—- সায়নী সরকার
Kolkata,West Bengal
July 16, 2025 6:26 PM IST
Bardhaman News: ২১ জুলাই কলকাতায় তৃণমূলের সভা, কিন্তু শক্তিগড়ে থাকবে সবচেয়ে বড় চমক! কী হতে চলেছে জানেন? শুনে চমকে উঠবেন