Last Updated:
মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ

পূর্ব বর্ধমান: মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ধৃতের নাম চাঁদু ধাড়া, বাড়ি ভাতার থানা এলকায়। রবিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানা এলাকায় নির্জাতিতা মহিলার বাড়ি। রবিবার ভোররাতে তিনি বাড়ির বাইরে শৌচকর্ম করতে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বার হয়। ভোর চারটে নাগাদ তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় বসে থাকতে দেখেন পরিবারের লোকজন এবং চাঁদুকে সেখান থেকে দৌড়ে পালাতে দেখেন। বাড়ি ফেরার পর নির্জাতিতা মহিলা আকারে-ইঙ্গিতে তাঁর উপর হওয়া পাশবিক অত্যাচারের কথা জানান। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
Kolkata,West Bengal
November 18, 2024, 9:47 PM IST