Last Updated:
Barasat News: বারাসতে বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থার নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার মৃত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা।

উত্তর ২৪ পরগনা: বারাসতে বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থার নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ। মৃত ব্যক্তি ওই বিল্ডিং এর ঠিকাদার হিসাবে কাজ করছিলেন। মধ্যরাতে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, বারাসতের ওই বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থার নির্মীয়মান বহুতলের লিফটের নিচ থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহটি। মৃত ব্যক্তির নাম শুভ্রজ্যোতি ধর, বয়স ৪১। সে ব্যারাকপুর নয়া বস্তির বাসিন্দা। বারাসাতের ওই জুতো প্রস্তুতকারী সংস্থার নতুন আবাসনের ঠিকাদারের কাজে নিযুক্ত ছিলেন তিনি।
সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়ায় না গেলে, অন্যান্য কর্মীরা তার খোঁজ করতে থাকেন। পরবর্তীতে রাতে হঠাৎই দেখা যায় আন্ডার কনস্ট্রাকশন লিফটের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনার পর খবর দেওয়া হয় বারাসত থানায় ও প্রতিষ্ঠানের কর্মীদের। ঘটনাস্থলে আসে দমকল কর্মীরাও। এরপর লিফটের দেওয়াল ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে এই মৃত্যু ঘটল তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ। পাশাপাশি বহুতল বিল্ডিংয়ে থাকা সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই রহস্য মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে তিনি যদি লিফটের ফাঁকা অংশ থেকেই পরে গিয়ে থাকেন, তাহলে সেই সময় বিষয়টি কারও নজরে এল না! যদি দুর্ঘটনাই ঘটে, তাহলে কি সেই সময় ওই ব্যক্তি একাই ছিল।
মৃত ব্যক্তির পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়া আর কেউ নেই। পরিবারে রোজগেরে বলতে তিনি একাই ছিলেন। কীভাবে এই মৃত্যু ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
July 03, 2025 12:54 PM IST
Barasat News: বারাসতে ভয়ঙ্কর কাণ্ড! বিখ্যাত জুতো কোম্পানীর বহুতল থেকে উদ্ধার মৃতদেহ, কাছে যেতেই হাড়হিম সকলের…