
বাঁকুড়ার এমন একটা জায়গা যেন মনে হবে চলে এসেছেন কুলু মানালির সবুজ উপত্যকায়। ব্যাকড্রপে রোমান্টিক সুবিশাল পাহাড়, পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি, পাহাড়ের তলায় ফুলের বিরাট বাগান। কি নেই রয়েছে ফুল, রয়েছে ফোয়ারা। বাচ্চাদের জন্য পার্ক, থাকার জায়গা।