Bankura News: কনকনে শীতে হারিয়ে যাওয়া রাজবাড়ির ইতিহাস! ধসে পড়া অট্টালিকায় জমে পুরনো স্মৃতি

Bankura News: কনকনে শীতে হারিয়ে যাওয়া রাজবাড়ির ইতিহাস! ধসে পড়া অট্টালিকায় জমে পুরনো স্মৃতি

Last Updated:

Bankura News: রাজা রাইচরণের দেশপ্রেম ছিল দৃষ্টান্তমূলক। এক সময় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এই অম্বিকানগর রাজবাড়ি।

X

Bankura News: কনকনে শীতে হারিয়ে যাওয়া রাজবাড়ির ইতিহাস! ধসে পড়া অট্টালিকায় জমে পুরনো স্মৃতি

অম্বিকানগর

বাঁকুড়া: শীতে মুকুটমণিপুর গেলে মিস করবেন না লুকানো এই রাজবাড়ি। কী দারুণ জায়গা! ইতিহাস বিজড়িত বাঁকুড়ার অম্বিকানগর। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত মুকুটমনিপুর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত অম্বিকানগর রাজবাড়ির ধ্বংসাবশেষ। এক সময় বিশাল দালান বাড়ি অবস্থান করলেও কালের কালান্তরে আজ লাল ইটের পাঁজটুকুই অবশিষ্ট রয়ে গিয়েছে। আর সঙ্গে রয়ে গিয়েছে রাজবাড়ির ইতিহাস। রাজা রাইচরণের দেশপ্রেম ছিল দৃষ্টান্তমূলক। এক সময় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এই অম্বিকানগর রাজবাড়ি।

প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীরা আসতেন এই রাজবাড়িতে। এবং এক প্রকার আখড়া জমাতেন। ইংরেজদের রোষানলে পড়ে রাজত্ব হারায় এই রাজবাড়ি। এবং পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক দেওয়াল এবং অট্টালিকা ধসে পড়ে। প্রশাসনের তরফ থেকে করা হয়েছে কিছু জায়গা সংস্কার।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ইংরেজদের রোষানলে পড়ে জমিদারি চলে গেলে পরবর্তীকালে ভারত সরকারের ভাতা পায়না এই অম্বিকানগর রাজবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবার তারপর বিহারের দ্বারভাঙা, অম্বিকানগরের রাজবাড়ির স্বত্ব ঘুরেছে হাতে হাতে। যোগ্য সম্মান কিংবা যোগ্য আলোকপাত কোনওটাই পায়নি অম্বিকানগর রাজবাড়ি।

রাজবংশের এক সদস্য গৌরী শংকর নারায়ণ দেও জানান এই রাজবাড়ির ইতিহাস এবং লুকোনো কাহিনীগুলি। তিনি বলেন, “একের পর এক অট্টালিকা ধ্বসে পড়তে দেখেছি। অবশেষে কিছু জায়গা সংস্কার করা হয়েছে তার জন্য আমরা খুশি। মানুষও যাতে এই জায়গার ইতিহাস জানতে পারে সেই চেষ্টাই করছি।”

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

Scroll to Top