Last Updated:
১৮ বছর ধরে এমন কাজ করছেন সদানন্দ বাবু

পুকুরে সদানন্দ
বাঁকুড়া: বাংলার ১৪৩২ সালকে স্বাগত জানাতে ১৪৩২ টি ডুব দিলেন বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত। ইংরেজি হোক বা বাংলা প্রত্যেক নববর্ষকে স্বাগত জানাতে সালের সংখ্যা অনুযায়ী তিনি ডুব দিয়ে থাকেন। সদানন্দের লক্ষ্য তার গ্রিনিস বুকে রেকর্ড করা। এই কাজ প্রায় ১৮ বছর ধরে করে আসছেন তিনি। মনে একটি সুপ্ত ইচ্ছে রয়েছে যাতে সরকার তার পাশে দাঁড়ায়। কারণ রেকর্ড বুকে নিজের নাম তুলতে হলে নিজের পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন সকলের সাপোর্ট। এক সঙ্গে ১৪৩২ অনবরত ডুব দিতে গেলে প্রয়োজন যথেষ্ট স্ট্যামিনা। সঙ্গে প্রয়োজন শ্বাস-প্রশ্বাসের উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ। যা নিপুণতার সঙ্গে প্রতিবছর করে দেখাচ্ছেন সদানন্দ।
আর সেই লক্ষ্যেই অবিচল থেকে এই কর্মসূচি প্রত্যেক নববর্ষে তিনি জানান, ইংরেজি সালকে স্বাগত জানাতে মল্লরাজ এলাকার লালবাঁধে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যমুনাবাঁধে ডুব দেন এবং পাশাপাশি শরীরকে নীরোগ রাখতে সাঁতার কাটার পরামর্শ দেন সকলকে।
আরও পড়ুন: হেব্বি মিষ্টি, তবে লাল নয়! গোলাপি বেদানা চাষে তাক লাগাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা
সদানন্দ বাবুর এই কর্মসূচিকে দেখতে স্থানীয় মানুষজনরা ভিড় জমান যমুনাবাঁধের পাড়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত থাকেন। ১৪৩২টি ডুব দিয়ে বাঁধের জল থেকে উঠা মাত্রই করতালি ও পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় মানুষজন ও স্থানীয় কাউন্সিলর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপস্থিত স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, তাদের ইচ্ছে সদানন্দ বাবুর বিশেষ লক্ষ্য রয়েছে, সে তার লক্ষ্যে পৌঁছাক এটাই চান তারা। তবে মফস্বল এলাকা বলে হয়ত সদানন্দ তার লক্ষ্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তবে তার পাশে তিনি সহ স্থানীয় মানুষরা সদানন্দ বাবুর পাশে আগামী দিনেও রয়েছেন বলে তিনি জানান।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 16, 2025 7:23 PM IST
সাড়ে ৪ লাখ টাকার বেশি জরিমানা আদায়! ট্রাফিক এসআই সম্মানিত