Bankura News: আজব মেলা! নেই খেলনা, নেই খাবারের দোকান! আবার এই মেলায় আসে কেবল পড়ুয়ারা

Bankura News: আজব মেলা! নেই খেলনা, নেই খাবারের দোকান! আবার এই মেলায় আসে কেবল পড়ুয়ারা

Last Updated:

খেলনা, খাবারের দোকানের বদলে এই মেলায় রয়েছে অন্যরকম দোকান

X

Bankura News: আজব মেলা! নেই খেলনা, নেই খাবারের দোকান! আবার এই মেলায় আসে কেবল পড়ুয়ারা

শিক্ষা মেলা

বাঁকুড়া: এবার বাঁকুড়ায় এমন এক মেলা, যে মেলাতে ঘুরতে আসবেন শিক্ষার্থীরা এবং মেলার দোকানগুলিতে জিলিপি কিংবা হরেক রকমের খেলনা নয়, পাওয়া যাবে ভবিষ্যতের সুযোগ। কলকাতার আদলে এবার বাঁকুড়াতেও শিক্ষা মেলা এবং ক্যারিয়ার ফেয়ার। গ্লোবাল অ্যাকাডেমির দ্বারা আয়োজিত এই মেলায় শিক্ষার্থীরা খুঁজে পেতে পারেন ক্যারিয়ারের সমাধান।

আপনি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? গ্রাজুয়েশন পড়ছেন বা পড়া শেষ? চাকরির জন্য কোন প্রফেশনাল কোর্স করলে ভাল হবে? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোন প্রথম সারির ইউনিভার্সিটিতে ভর্তি হলে ভবিষ্যত হবে উজ্জ্বল? স্কলারশিপ এবং এডুকেশন লোন নিয়ে উচ্চশিক্ষা করতে চাইলে কি করতে হবে? মূলত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আয়োজন করা হয়েছে শিক্ষা মেলার।

আরও পড়ুন: বাঁকুড়ার প্রেমে ডগমগ! গরম পড়লেও ফিরে যেতে চাইছে না পরিযায়ী পাখিরা, কেন জানেন

প্রায় ২৫ থেকে ৩০ টি কলেজ এসেছে এই শিক্ষা মেলায়। সরাসরি কলেজ কর্তৃপক্ষ সঙ্গে কথা বলতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়াও রয়েছে দুটি কাউন্টার একটি এডুকেশন লোন এবং অপরটি স্কলারশিপের। যেখানে ৬০ শতাংশ নম্বর এবং একটি চাকরি থাকলে পাওয়া যাবে লোন সঙ্গে স্কলারশিপের জন্য করতে পারা যাবে বিনামূল্যে আবেদন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ডের কাছে আতিথ্য লজে অনুষ্ঠিত হয় শিক্ষা মেলা। যেখানে দেখা যায় বড় সংখ্যক শিক্ষার্থীদের ভিড় করতে। ক্যারিয়ারের সমাধান এবং ভবিষ্যতে কি নিয়ে এগোবেন তারা, তা নিয়ে একটা দিশা পেয়েছেন বলে মনে করছেন সকলেই।

নীলাঞ্জন ব্যানার্জী 

Next Article

Howrah: কার সঙ্গে মেলামেশা করছে মেয়ে? সন্দেহে মেয়ের পায়েই শিকল বাঁধলেন বাবা-মা!

Scroll to Top