

একটি বালুচড়ি শাড়ি, কিন্তু রয়েছে বাঁকুড়ার তিন ঐতিহ্য। বাঁকুড়ার এই বালুচরি শাড়ির নাম ত্রিকুট শাড়ি। রয়েছে বাঁকুড়া জেলার জি আই প্রাপ্ত তিনটি ঐতিহ্যবাহী শিল্প, প্রথমত টেরাকোটার আর্চ, পোড়ামাটির ঘোড়া এবং ডোকরার ময়ূর। নাম ত্রিকুট, দাম এক লক্ষ টাকা। বানিয়েছেন শিল্পী অমিতাভ পাল।