Last Updated:
গতকাল তাদের দুজনকেই গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। দুজনের নাম ১.) অমিত বৈদ ও ২.) মানস ভৌমিক। এদের আজ আদালতে তোলা হবে। এরা দুজনই ব্যাঙ্কে লন না মিটিয়ে থাকা গাড়িগুলি বিক্রি করে দিতে সাহায্য করে চারজনকে বলে পুলিশ সূত্রে খবর।

কলকাতা: রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক থেকে ভুল নথি দিয়ে ঋণ নিয়ে গাড়ি কেনা ও টাকা না মেটানোর অপরাধে গ্রেফতার আরও ৬ জন। ২০২২ সালের ৫ আগস্ট চারটি গাড়ির কেনার জন্য একটি রাষ্ট্রয়ত্ত ব্যঙ্ক থেকে জাল নথি দিয়ে প্রায় ৫৫ লক্ষ টাকার বেশি ঋণ নেয় চারজন ব্যক্তি। তারপর সময় পেরিয়ে গেলেও টাকা শোধ করেনি তারা। টাকা শোধ না করায় তাদের সঙ্গে ব্যাঙ্কের কর্মীরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেনি। পরে দেখা যায় ওই চারজন যা নথি দিয়েছিল ব্যাঙ্ককে তা সবই ভুয়ো।
তদন্তে নেমে ঠাকুরপুকুর থানার পুলিশ ২৪ জুলাই ৪ জনকে গ্রেফতার করে। এই চারজন হলেন, ১.) কৌশিক ঘোষ, বয়স ৪৮ বছর, ২)সুজিত কৃষ্ণ মিশ্র নয়স ৪১ বছর, ৩.) সুব্রত পুরকায়েত, বয়স ৩৮ বছর এবং ৪.) রণব্রত চ্যাটার্জী, বয়স ৫১ বছর।
এরা প্রত্যেকেই জেল হেফাজতে রয়েছে। প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল তাদের চারজনকেই। পরে তাদের থেকেই আরও দুজনের নাম জানতে পরে পুলিশ। এদের থেকেই আরও দুজনের নাম জনতে পেরেই তদন্তে নামে ঠাকুরপুকুর থানার পুলিশ। গতকাল তাদের দুজনকেই গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। দুজনের নাম ১.) অমিত বৈদ ও ২.) মানস ভৌমিক। এদের আজ আদালতে তোলা হবে। এরা দুজনই ব্যাঙ্কে লন না মিটিয়ে থাকা গাড়িগুলি বিক্রি করে দিতে সাহায্য করে চারজনকে বলে পুলিশ সূত্রে খবর।
সম্প্রতি সময়ে জালিয়াতি ও সাইবার ক্রাইম বেড়েই চলেছে। টেকনলোজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারকদের নানান কারবারি। বিভিন্ন ক্ষেত্রে পুলিশ নানান ব্যবস্থাও নিচ্ছে। সম্প্রতি কয়েকদিন আগেই বিধাননগর কমিশনারেট ব্যাঙ্ককর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। কী কী ডকুমেন্টস জমা নিতে হবে লোনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে, সেই বিষয়ে আলোচনা হয় সেদিন। হোটেল, গেস্ট হাউসের ক্ষেত্রেও নানান বিধিনিষেধ দিয়েছে পুলিশ। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে এয়ারপোর্ট থানা।
August 18, 2025 10:49 PM IST