Bangladeshi Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Bangladeshi Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Last Updated:

Bangladeshi Arrested: গোপন খবরের ভিত্তিতে ৪ জন  বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে।

* ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীBangladeshi Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী
* ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

আগরতলা: আবারও গোপন খবরের ভিত্তিতে ৪ জন  বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। অভিযোগ, তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এবং তারা ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে দিল্লি যাবে। আগামীকাল এদেরকে আদালতে পাঠানো হবে।

অভিযুক্তদের নাম – মহঃ বিলাল (৪৭)-বাংলাদেশের বাগেরহাট, সালমা বেগম(৩৮)-বাংলাদেশের বাগেরহাট , মহঃ নইম এবং মহঃ আলি।

গত কয়েকদিন ধরেই বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে বিজেপি শিবির। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এসে বাংলায় অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে দেন। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের। তারা বারবার ধরে ব্যর্থ হচ্ছে। শুধু বাংলায় নয়, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতেও অনুপ্রবেশ হচ্ছে। সেখানে তো বিজেপি সরকার। সেখানে কি করে ঢুকল বাংলাদেশ থেকে? আগে বিএসএফ সামাল দিক সীমান্ত।’’

এর আগেও একাধিক অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে ত্রিপুরা থেকে। সাম্প্রতিক সময়ে একের পর এক বাংলাদেশী গ্রেফতার হচ্ছে। এদের জেরা করে জানা গিয়েছে এরা অনেক সময়েই ত্রিপুরা থেকে নিজেদের পরিচয় গোপন করে দিল্লি, কলকাতা বা দেশের অন্যত্র পালানোর ছক কষেছে। এর আগে এদের অনুপ্রবেশ করানোর কাজে সাহায্যের অভিযোগে এজেন্ট, দালালদের গ্রেফতার করা হয়েছে।আগরতলা শহরের মধ্যে দিয়েই আছে বাংলাদেশ সীমান্ত।

এছাড়া গোটা রাজ্যের একাধিক জায়গা ঘিরে রয়েছে বাংলাদেশ সীমান্ত। আপাতত সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করে রাখা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনাস, রেল স্টেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি।

বাংলা খবর/ খবর/দেশ/

Bangladeshi Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ফের ত্রিপুরা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Scroll to Top