Last Updated:
Bangla News: পুরাতন মালদহ ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচগ্রাম এলাকায় চার দিন ধরে নিখোঁজ এক তিন বছরের শিশু। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবার ও গ্রামবাসীরা এখনও শিশুর খোঁজে ব্যস্ত।

মালদহ: পুরাতন মালদহ ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচগ্রাম এলাকায় চার দিন ধরে নিখোঁজ এক তিন বছরের শিশু। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবার ও গ্রামবাসীরা এখনও শিশুর খোঁজে ব্যস্ত। তবে, নিখোঁজ রহস্য উন্মোচন করতে পারেনি কেউই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মা কয়েক মাস ধরে নিজের মায়ের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন। গত সোমবার রাতে খাবার শেষে দুই সন্তানকে পাশে শুইয়ে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ। রাত প্রায় ১১টার সময় ঘুম ভাঙতেই তিনি দেখতে পান তাঁর কোলের তিন বছরের সন্তান পাশে নেই। মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। প্রতিবেশীরা ছুটে এসে রাতভর খোঁজাখুঁজি চালালেও শিশুটির সন্ধান মেলেনি।
শিশুটি কোথায় গেল? কে বা কারা তাকে নিয়ে গেল? সে বিষয়ে পরিবার কিছুই বুঝে উঠতে পারছে না। এলাকাজুড়ে রয়েছে ধানক্ষেত ও ঘন জঙ্গল। তল্লাশি চালানো হলেও কোনও সূত্র পাওয়া যায়নি। চার দিন কেটে গেলেও শিশুটি নিখোঁজ থাকায় গভীর শোক ও উৎকণ্ঠায় পরিবার। এ ঘটনার পরই মালদা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
August 28, 2025 7:15 PM IST