Bangla News: রক্তপাত হয়েই চলেছে, ভয়ঙ্কর সঙ্কটজনক অবস্থা…! CCU-তে দেওয়া হল নির্যাতিতা তরুণীকে, লাগাতার যৌন নিগ্রহে চরম পরিণতি

Bangla News: রক্তপাত হয়েই চলেছে, ভয়ঙ্কর সঙ্কটজনক অবস্থা…! CCU-তে দেওয়া হল নির্যাতিতা তরুণীকে, লাগাতার যৌন নিগ্রহে চরম পরিণতি

Last Updated:

Bangla News: সোদপুরের তরুণীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকেরা তড়িঘড়ি তাকে জেনারেল বেড থেকে সিসিইউ বিভাগে স্থানান্তর করেছে৷

প্রতীকী ছবিBangla News: রক্তপাত হয়েই চলেছে, ভয়ঙ্কর সঙ্কটজনক অবস্থা…! CCU-তে দেওয়া হল নির্যাতিতা তরুণীকে, লাগাতার যৌন নিগ্রহে চরম পরিণতি
প্রতীকী ছবি

সুবীর দে,সোদপুর: হাওড়া ডোমজুড়ে কাজের নাম করে সোদপুরের তরুণীর ওপর শ্বেতা খান ও আরিয়ান খানের নির্মম ও নৃশংস অত্যাচারের ঘটনার পর তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে।

আজ,মঙ্গলবার তিন দিনের মাথায় সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয় নির্যাতিতা তরুনীর।।শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে,মাথায় রক্ত বিভিন্ন জায়গায় জমাট বেধেছে।আভ্যন্তরীণ রক্তপাত হচ্ছে তরুণীর।

তরুণীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকেরা তড়িঘড়ি তাকে জেনারেল বেড থেকে সিসিইউ বিভাগে স্থানান্তর করেছে৷ নির্যাতিতা তরুনীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার ঘটনার খবর পেয়ে চিন্তিত গোটা পরিবার৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bangla News: রক্তপাত হয়েই চলেছে, ভয়ঙ্কর সঙ্কটজনক অবস্থা…! CCU-তে দেওয়া হল নির্যাতিতা তরুণীকে, লাগাতার যৌন নিগ্রহে চরম পরিণতি

Scroll to Top