Last Updated:
Bangla News: রবিবার বিকেল ৪টে নাগাদ গুড়গ্রাম টেংরাখালি থেকে সাওরাবেড়া জলপাই খেয়া পারাপারের সময় মাঝনদীতে হঠাৎ বজ্রপাত ঘটে। তখনই ঘটে মর্মান্তিক ঘটনা…

পূর্ব মেদিনীপুর: দুর্ভাগ্য ছাড়া আর কী-ই বা বলা যায় এমন মর্মান্তিক ঘটনাকে। নৌকায় বাজ পড়ে মৃত্যু হল একজনের। তাঁর সঙ্গে আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার বিকেল ৪টে নাগাদ গুড়গ্রাম টেংরাখালি থেকে সাওরাবেড়া জলপাই খেয়া পারাপারের সময় মাঝনদীতে হঠাৎ বজ্রপাত ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে, ভগবানপুর থানার গুড়গ্রামের জনৈক ২১ বছর বয়সি যুবক অলোক মান্না, বাবার নাম সুজন মান্না। বাড়িতে একমাস ছুটি কাটানোর পর কার্যক্ষেত্র মুম্বাইতে ফেরার উদ্দেশ্যে ট্যাংরাখালির খেয়া পার হওয়ার জন্য নৌকাতে ওঠেন।
টেংরাখালি থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি যখন মাঝনদীতে পৌঁছে যায়, তখনই নৌকার উপর বজ্রপাত ঘটে। অলোক-সহ আরও দুজন যাত্রী নদীর জলে ছিটকে পড়েন। অলোক নদীর জলে ভাসতে থাকে। অপর দু’জন যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে চৌখালি বিড হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক-সহ রেসকিউ টিম নদীর ঘাটে পৌঁছয় এবং অলোক-সহ বাকি দু’জনকে উদ্ধার করে।
অলোককে চণ্ডীপুর ব্লকের এড়াশাল রুরাল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে অলোককে মৃত বলে ঘোষণা করেন। অপর দুইজন আহতকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনায় এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পঙ্কজ দাশরথী
Kolkata,West Bengal
June 08, 2025 9:25 PM IST
Bangla News: মাঝনদীতে নৌকায় বজ্রপাত, ছিটকে নদীতে পড়ে মৃত্যু অলোকের! আহত একাধিক, গুড়গ্রামে আচমকা মারাত্মক কাণ্ডে চাঞ্চল্য