Last Updated:
নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে দশভুজা প্রকল্প রূপায়িত করেছে বনগাঁ জেলা পুলিশ, এবার সেই প্রকল্পের জন্যই বনগাঁ জেলা পুলিশের মুকুটে যুক্ত হল নতুন পালক। জাতীয় স্তরের পুরস্কার জিতল বনগাঁ জেলা পুলিশ।

বনগাঁ: নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে দশভুজা প্রকল্প রূপায়িত করেছে বনগাঁ জেলা পুলিশ, এবার সেই প্রকল্পের জন্যই বনগাঁ জেলা পুলিশের মুকুটে যুক্ত হল নতুন পালক। জাতীয় স্তরের পুরস্কার জিতল বনগাঁ জেলা পুলিশ।
বনগাঁ পুলিশ জেলা এলাকায় নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে তাঁদের এই তৎপরতার জন্যই পুরস্কার অর্জন করেছে তাঁরা। বনগাঁ জেলা পুলিশ সূত্রে খবর, এলাকায় কোনো নারী যদি কোন রকম কোন সমস্যায় পড়ে পুলিশের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে তাঁর অসুবিধার কথা জানিয়ে সাহায্যের আর্জি জানান তাহলে পুলিশ সেখানে মাত্র ৮ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে তাকে সহায়তা করতে, তার পাশে দাঁড়াতে। এছাড়াও জাগৃতি এবং শক্তি প্রকল্পের মধ্য দিয়ে নারীদেরকে সেল্ফ ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কন্ডোম কেলেঙ্কারি! সদর হাসপাতাল থেকে কন্ডোম চুরি করে যৌনপল্লিতে চড়া দামে বিক্রি
বনগাঁ জেলা পুলিশ সূত্রের খবর, জাতীয় স্তরের একটি বেসরকারি সংস্থা বিভিন্ন বিষয়ের এই স্কচ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। কোন ব্যক্তি বা কোন সংস্থা বা সরকারের কোনো স্কিম যদি দেশের জন্য বা দশের জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবেই জাতীয় স্তরের এই বেসরকারি সংস্থা স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।
আরও পড়ুন: আছে ক্লাসরুম, নেই চক! ডিজিটাল মাধ্যমে চমক মুর্শিদাবাদের স্কুলে
এবার ২০২৪-এ তাঁদের সেই স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিততে পেরে গর্ব অনুভব করছেন বনগাঁ জেলা পুলিশের আধিকারিকরা। এই বিষয়ে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, “আজকে আমাদের খুশির দিন। আমরা নারী নিরাপত্তার জন্য দশভুজা প্রকল্প নিয়েছি। সেই প্রকল্পটি জাতীয় স্তরে গোল্ডেন স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। কোন মেয়ে বা মহিলা সমস্যায় পড়ে পুলিশকে ফোন করলে পুলিশ সেখানে ৮ মিনিটে পৌছে যাচ্ছে তাদেরকে নিরাপত্তা দিতে। আজকে জাতীয় স্তরের এই স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড জিততে পেরে আমাদের গর্ব অনুভব হচ্ছে।”
অনিরুদ্ধ কির্তনীয়া
December 02, 2024 10:51 PM IST