Last Updated:
Chachi-Bhatija Love Story: স্বামীকে ছেড়ে ভাগ্নেকে বিয়ে! এই মুহূর্তে সারা দেশে আলোচনায় এসেছে এমনই এক লজ্জাজনক ঘটনা। বিহারের জামুই জেলার সিকেরিয়া গ্রামের এই বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

জামুই: স্বামীকে ছেড়ে ভাগ্নেকে বিয়ে! এই মুহূর্তে সারা দেশে আলোচনায় এসেছে এমনই এক লজ্জাজনক ঘটনা। বিহারের জামুই জেলার সিকেরিয়া গ্রামের এই বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আয়ুষী দুবে তাঁর স্বামী বিশাল দুবেকে ছেড়ে ভাইপো শচীন দুবেকে বিয়ে করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ঠিক কী ঘটেছিল, তা জানা গিয়েছে…
জামুই জেলার সিকেরিয়া গ্রামের বাসিন্দা আয়ুষী দুবে তাঁর ভাইপো শচীন দুবেকে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। স্বামী বিশাল জানান, ভাইপো স্ত্রীকে নিয়ে গিয়েছে। ২০২১ সালে পাটনার বাসিন্দা আয়ুষীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তখন তিনি ফ্লিপকার্ট কোম্পানিতে চাকরি করতেন, তাতেই চলত সংসার। বিয়ের পর আয়ুষী একটি সন্তানের জন্ম দেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মাও ছিলেন, তাই বিশাল সচিনকে বাড়ি সামলানোর দায়িত্ব দেন। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি।
বিশাল বলেন, রাজা রঘুবংশীর ঘটনা সামনে আসার পরে ভয় পেয়েছিলাম। বুঝতে পারছিলাম আমি কোনও সমস্যা করলে আমারও অবস্থা ইনদওরের রাজা রঘুবংশীর মতোই হবে না। তাই স্ত্রীর সিদ্ধান্তে কোনও বাধা দিইনি। মন্দিরে আয়ুষী ও সচিনের বিয়ের সময়ও উপস্থিত ছিলেন বিশাল।
প্রেম, বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও, যেখানে ভোজপুরি গানের উপর রিল বানাচ্ছেন আয়ুষী দুবে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন সচিন এবং ভোজপুরি গানে নাচছেন আয়ুশী।
Kolkata,West Bengal
July 01, 2025 12:02 PM IST