03
বৈদিক জ্যোতিষের গাণিতিক গণনার মতে, ১১৯ দিন উল্টো থাকার পর ২০২৫ সালে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুর ৩টা ৯ মিনিট থেকে দেবগুরু সোজা হয়ে চলতে শুরু করবে। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি গ্রহ জ্ঞান, ধন, সমৃদ্ধি, ধর্ম এবং ভাগ্যের কারক অর্থাৎ স্বামী এবং নিয়ন্ত্রক গ্রহ হিসেবে বিবেচিত হয়। যখন বৃহস্পতি উল্টো চলায় থাকে, তখন এর জ্যোতিষীয় প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।