Last Updated:
Subhman Gill- এশিয়া কাপের দল নির্বাচন মঙ্গলবার। শুভমান গিলের যে দলে জায়গা নাও হতে পারে, সে কথা জানা গিয়েছিল আগেই। তবে দল নির্বাচনের আগে আবার হঠাৎ করেই ভেসে উঠল গিলের নাম!

মুম্বই : এশিয়া কাপের দল নির্বাচন মঙ্গলবার। শুভমান গিলের যে দলে জায়গা নাও হতে পারে, সে কথা জানা গিয়েছিল আগেই। তবে দল নির্বাচনের আগে আবার হঠাৎ করেই ভেসে উঠল গিলের নাম! এখন প্রশ্ন হল, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে দলে রাখতে হলে বাদ পড়তে হবে একজনকে! কে তিনি!
গিলকে খেলানোর সম্ভাবনা খুবই কম। এশিয়া কাপে তাঁকে রাখার ব্যাপারে আলোচনা করা হয়েছিল বলে খবর। আর শুভমান গিলের জন্য বাদ পড়তেন আরেক তরুণ ক্রিকেটার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গিলকে দলে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট নাকি আলোচনা করেছিল। ভাবা হয়েছিল, কোনওভাবে তিলক বর্মার জায়গায় যদি গিলকে নেওয়া যায়! তিলক বর্মাকে বাদ দিয়ে গিলকে জায়গা করে দেওয়ার ব্যাপারটা নিয়ে মিটিং হয়। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেবে দেখেছে, এমন সিদ্ধান্ত নেওয়া হলে বাঁ–হাতি ব্যাটারের প্রতি অন্যায় করা হবে। কারণ আপাতত টি–টোয়েন্টির ক্রমতালিকায় তিলক দ্বিতীয় স্থানে। তাঁকে বাদ দেওয়া হলে অবিচার করা হবে।
টিম ম্যানেজমেন্টের পর্যবেক্ষণ, গিল দলে থাকলে টপ অর্ডারেই ব্যাটিং করবেন। তাঁকে টপ অর্ডারে নামার সুযোগ না দেওয়া হলে দলে নেওয়ার কোনও অর্থ নেই। ফলে গিল ওপেনিং করলে সঞ্জুর সমস্যা হবে। সেক্ষেত্রে গিল দলে ঢুকলে সঞ্জুকে জায়গা ছাড়তে হবে। এদিকে আবার দ্বিতীয় কিপার হিসাবে নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা। সঞ্জু খেললে জিতেশের সুযোগ থাকবে না।
বুমরাহ এশিয়া কাপে খেলতে চান বলে জানিয়েছেন ম্যানেজমেন্টকে। খবর এমনই। তবে তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। পেসারদের মধ্যে রাখা হতে পারে অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা এবং হর্ষিত রানাকে। স্পিনার হিসেবে থাকতে পারেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 18, 2025 11:45 PM IST