Last Updated:
Amarnath Yatra 2025:অমরনাথ গুহার কাছে এই ভাণ্ডারা তৈরি করা হবে, যার বেস ক্যাম্প প্রতি বছরের মতো বালতালে তৈরি করা হবে। তিনি আরও বলেন, এই ভাণ্ডারায় যাত্রীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়।

এ দেশের অন্যতম পবিত্র শৈবতীর্থ। অমরনাথ যাত্রা আজও অতীব দুর্গম। বছরের বেশিরভাগ সময়েই জম্মু ও কাশ্মীরের এই শৈবতীর্থ বরফে আবৃত থাকে, ঢেকে যায় গুহার দ্বারও। গ্রীষ্মে কিছু সময়ের জন্যই তা কেবল উন্মুক্ত হয়। তখন ভক্তের ঢল নামে, শুরু হয় অমরনাথ যাত্রা।
অমরনাথ যেতে ইচ্ছুক তীর্থযাত্রীদের জন্য এবার সুখবর। বাবা বরফানিকে দেখতে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে ৩ জুলাই থেকে, যা চলবে ৯ অগাস্ট অর্থাৎ রাখিবন্ধন পর্যন্ত। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এবারের যাত্রা মাত্র ৩৮ দিনের। এবারের যাত্রা হবে বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম সময়ের। তীর্থ ভ্রমণে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৪ এপ্রিল থেকে শুরু হবে, যা অফলাইন এবং অনলাইন উভয় ভাবেই সম্পন্ন হবে। অর্থাৎ অমরনাথ দর্শনের তীর্থযাত্রীরা ১৪ এপ্রিল থেকে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।
অমরনাথ যাত্রায় প্রতিবারের মতো এবারও তীর্থযাত্রীদের সুবিধার্থে ৩৩তম ভাণ্ডারার আয়োজন করবে শ্রী অমরনাথ লঙ্গর সেবা সমিতি, শ্রীগঙ্গানগর শাখা, সিকার। এই সেবা সমিতির সদস্য অশোক সাইনি জানান, অমরনাথ গুহার কাছে এই ভাণ্ডারা তৈরি করা হবে, যার বেস ক্যাম্প প্রতি বছরের মতো বালতালে তৈরি করা হবে। তিনি আরও বলেন, এই ভাণ্ডারায় যাত্রীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়।
প্রথম ব্যাচ ২৯ জুন সিকার থেকে যাত্রা শুরু করবে
তীর্থযাত্রীদের প্রথম দলটি ২৯ জুন সিকার থেকে বাবা বরফানির দর্শনের জন্য রওনা দেবে। অমরনাথ যাত্রা সংগঠক এবং প্রাক্তন কাউন্সিলর অশোক কুমার সাইনির মতে, এই দলটি ১৯তম বার রামলীলা ময়দান থেকে অমরনাথ দর্শনে যাবে। প্রথম ব্যাচ ১০০ জনের সমন্বয়ে গঠিত হবে এবং দ্বিতীয় ব্যাচ ১১ জুলাই বাবা বরফানির দর্শনে রওনা হবে।
আরও পড়ুন : খাদের ধারের রেলিং থেকে পাকদন্ডী…ঘুম, সোনাদা, টুং পেরিয়ে এই শৈলশহর জেগে থাকে ঘোড়ার খুরের নালের শব্দে
অমরনাথ যাত্রা হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত অমরনাথ গুহার একটি ধর্মীয় তীর্থযাত্রা, যা শিব ভক্তদের দ্বারা পরিচালিত হয়। হিন্দু ধর্মে এই যাত্রার অনেক গুরুত্ব রয়েছে কারণ এখানে ভগবান শিবের পবিত্র হিমলিঙ্গ রূপের পূজা করা হয়। প্রতি বছরই ভক্তদের জন্য অমরনাথ দর্শন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার রূপে পরিগণিত হয়।
Kolkata,West Bengal
April 10, 2025 1:59 AM IST
East Bardhaman News: অপহৃত হয়েছিল নাবালিকা, কোথা থেকে উদ্ধার হল জানেন!