Last Updated:
Allu Arjun:বিপদ যেন কাটছেই না ‘পুষ্পা’ তারকার। অল্লু অর্জুনের বাসভবনে হামলার অভিযোগ। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা বাড়িতে টম্যাটো ছোড়া হয় বলে অভিযোগ।
হায়দরাবাদ: বিপদ যেন কাটছেই না ‘পুষ্পা’ তারকার। অল্লু অর্জুনের বাসভবনে হামলার অভিযোগ। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা বাড়িতে টম্যাটো ছোড়া হয় বলে অভিযোগ। অভিনেতার বাড়ির ফুলের টব থেকে শুরু আরও বেশ কিছু জিনিস হামলাকারীরা নষ্ট করেছে বলেই অভিযোগ। ঘটনায় ছ’জন করে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। অল্লুর বাড়িতে হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ‘রাজ্যের মদতপ্রসূত সন্ত্রাসবাদ’ বলে ব্যাখ্যা করেছে।
ঘটনার নিন্দা করে পুলিশকে অভিনেতার বাড়িতে হামলার ঘটনায় রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সিটি পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত মহিলার বিচারের দাবিতেই এই হামলা করেছে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রোববার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে দাবি করে একদল লোক অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায়। একজন বিক্ষোভকারী অভিনেতার বাড়ির দেওয়ালে টম্যাটো ছুড়তে শুরু করে। সিকিউরিটি বাধা দিলে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় অভিযোগকারীদের।
আরও পড়ুন: গ্যাসে দুধ বসালে রোজই উথলে পড়ছে বাইরে! বাস্তুমতে শুভ নাকি অশুভ? না জানলে তছনছ সংসার
অভিনেতার বাড়ির ফুলের টব ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগকারীরা স্লোগান দিতে থাকে, পাশাপাশি মিডিয়ার জন্য গেটে অপেক্ষা করতে থাকে বলেই সূত্রের খবর। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় জুবিলি হিলসের পুলিশ। ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
Kolkata,West Bengal
December 23, 2024 9:47 AM IST