Alipurduar News: সিকিমে কাজে গিয়ে আর ফেরা হল না ভুটান সীমান্তের শ্রমিকের! শোকে পাথর পরিবার

Alipurduar News: সিকিমে কাজে গিয়ে আর ফেরা হল না ভুটান সীমান্তের শ্রমিকের! শোকে পাথর পরিবার

Last Updated:

Alipurduar News: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল জয়গাঁর এক ব্যক্তির।জয়গাঁর রামগাও এলাকার বাসিন্দা ধর্ম গুরুং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শ্রমিকের বাড়ি Alipurduar News: সিকিমে কাজে গিয়ে আর ফেরা হল না ভুটান সীমান্তের শ্রমিকের! শোকে পাথর পরিবার
শ্রমিকের বাড়ি 

আলিপুরদুয়ার: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল জয়গাঁর এক ব্যক্তির। জয়গাঁর রামগাও এলাকার বাসিন্দা ধর্ম গুরুং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। গত এক সপ্তাহ আগে সিকিম নামচির পিঙ্কিথাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। বুধবার কাজ করতে করতে তিনি দেখেন একটি বড় পাথর পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসছে। তা দেখে নিজে বাঁচতে গিয়ে ঝাঁপ দেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খাদে পড়েন। তার উপর পাথরটি পড়ে। এরপর গতকাল তাকে উদ্ধার করে সিকিম পুলিশের উদ্ধারকারী দল। বৃহস্পতিবার রাতেই খোঁজ আসে তাঁর পরিবারের কাছে।

শুক্রবার সকালে ধর্ম গুরুঙের দেহ আনতে সিকিম চলে যান তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ধর্ম গুরুঙের পরিবারে রয়েছে তাঁর স্ত্রী এবং পাঁচ সন্তান। শোকে সকলেই ভাষা হারিয়েছেন।

অনন্যা দে

Next Article

River Pollution: দূষণ রোধে তৎপর নদী রক্ষা কমিটি! করা হল সুটুঙ্গা নদী পরিদর্শন

Scroll to Top