Alipurduar News: বিধায়কের বেতনের টাকায় ঘর পেলেন বন্ধ চা-বাগানের শ্রমিক

Alipurduar News: বিধায়কের বেতনের টাকায় ঘর পেলেন বন্ধ চা-বাগানের শ্রমিক

Last Updated:

মাথার উপর ছাদ ছিল না,এমনকি আবাস যোজনার তালিকায় নাম নেই।  অবশেষে কালচিনির বিধায়ক নিজের বেতনের টাকা দিয়ে তৈরি করে দিলেন ঘর।মুখে হাসি ফুটেছে বিকাশ মাঝির।

X

Alipurduar News: বিধায়কের বেতনের টাকায় ঘর পেলেন বন্ধ চা-বাগানের শ্রমিক

বিকাশ মাঝির ঘর

আলিপুরদুয়ার: মাথার উপর ছাদ ছিল না, এমনকি নাম নেই আবাস যোজনার তালিকায়! অবশেষে কালচিনির বিধায়ক নিজের বেতনের টাকা দিয়ে তৈরি করে দিলেন ঘর। মুখে হাসি ফুটেছে বিকাশ মাঝির।

বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝি। গতবছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল এসে তাঁর ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। তারপর থেকে মাথার উপর ছাদ ছিল না, এমনকি আবাস যোজনার তালিকায় নাম-ও নেই। কালচিনির বিধায়ক বিশাল লামা এই পরিবারের পাশে দাঁড়ান এবং নিজের বেতনের টাকা দিয়ে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেন। ইতিমধ্যেই সেই ঘরে আনুষ্ঠানিক ভাবে গৃহপ্রবেশ করেছেন বিকাশ মাঝি ও তাঁর পরিবার। এতদিন পর মাথার উপর থাকার ছাদ পেয়ে খুশি বিকাশ।

বিকাশ মাঝি জানান, “বন দফতরের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ মিলেছিল, তা দিয়ে নতুন ঘর গড়ে তোলা সম্ভব ছিল না। ব্লক অফিসে গিয়ে কাজ হচ্ছিল না। অবশেষে বিধায়ক ঘরের ব্যবস্থা করে দিলেন।” গরিব জনগণ আবাস যোজনা থেকে বঞ্চিত এবং আবাস যোজনা ঠিকমতো সার্ভে হয়নি বলে অভিযোগ করেন  কালচিনির বিধায়ক বিশাল লামা। তিনি জানান, ” কীভাবে সার্ভে হয়েছে জানা নেই। গরিব জনগণের নাম নেই। বহু দরিদ্র মানুষ, যাঁদের মাথার উপর ছাদ নেই, তাঁরা আবাস যোজনা থেকে বঞ্চিত। আমার বিধানসভা এলাকার মানুষের সমস্যা তো আমাকে দেখতেই হবে। “

Annanya Dey

Scroll to Top