Last Updated:
Alipurduar News: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ।

বীজধানের চারা ছাগলকে খাওয়াচ্ছেন চাষিরা
আলিপুরদুয়ার: বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষ। ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কৃষকরা। অধিকাংশ জমিতে রোপণ করা সম্ভব হয়নি ধানের বীজ।
দক্ষিণবঙ্গ যখন বন্যায় ডুবছে, তখন উত্তরে প্রবল তাপপ্রবাহ। যার ফলে আলিপুরদুয়ার জেলা জুড়ে বৃষ্টির অভাবে আমন ধান চাষে ব্যাপক ক্ষতি।
মাঠে জল না থাকায় ফেটে যাচ্ছে ধানের জমি। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত যেখানে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ৪১ মিলিমিটার। ফলে প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে জেলায় বলে জানালেন কৃষি দফতরের আধিকারিকরা।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হওয়ার কথা। সেখানে এখন পর্যন্ত মাত্র ৬০ হাজার হেক্টর জমিতে আমন ধানের বীজ রোপণ করা সম্ভব হয়েছে। কৃষকদের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্যক্তিগত পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল এনে চাষের বন্দোবস্ত করছেন। শুধুমাত্র বৃষ্টির ঘাটতির ফলে জেলার মোট ৫০ শতাংশ জমিতে আমন ধানের চাষের ব্যাপক ক্ষতি হবে বলে জানাচ্ছেন তারা।
Annanya Dey
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 14, 2025 2:42 PM IST