Last Updated:
Air India Plane Crash in Ahmedabad:বিয়ের পর লন্ডনেই নতুন সংসার সাজানোর কথা ছিল। কিন্তু সেই ইচ্ছে আর রূপায়িত হল না।

আহমেদাবাদ : সংসার শুরু হওয়ার আগেই শেষ সব। নতুন পর হবু দাম্পত্যের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল আকাশে। লন্ডনে তাঁর স্বামীর কাছে যাওয়ার পথে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রাণ হারালেন খুশবু রাজপুরোহিত। মাত্র ছ’ মাস আগে তিনি গাঁটছড়া বেঁধেছিলেন মনফুল সিং-এর সঙ্গে। বিয়ের পর লন্ডনেই নতুন সংসার সাজানোর কথা ছিল। কিন্তু সেই ইচ্ছে আর রূপায়িত হল না।
রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু এই বছরের জানুয়ারিতে মনফুল সিং-কে বিয়ে করেন। তাঁর স্বামী লন্ডনে পড়াশোনা করছেন। ভিসা সমস্যার জন্য বিয়ের পর এত দিন স্বামীর কাছে যেতে পারেননি নববিবাহিত খুশবু। এত দিন পর ভিসা পেলেন। কিন্তু স্বামীর সঙ্গে দেখা হল না। খুশবু ছিলেন আরাবার বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে। বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রাজস্থানের আরও বাসিন্দা ছিলেন। রাজস্থানের মোট ১১ জন ছিলেন ওই অভিশপ্ত বিমানের যাত্রী। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ইংল্যান্ডে রাঁধুনির চাকরি করতে যাচ্ছিলেন এবং একজন মার্বেল ব্যবসায়ীর ছেলে ও মেয়ে ছিলেন।
Kolkata,West Bengal
June 12, 2025 9:08 PM IST