Last Updated:
৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই কথা মাথা রেখেই শনিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ মহিলা পরিচালিত ১৮টি আন্তর্জাতিক এবং আন্তঃদেশীয় বিমান চালানোর পরিকল্পনা করেছিল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

কলকাতা: ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই কথা মাথা রেখেই শনিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ মহিলা পরিচালিত ১৮টি আন্তর্জাতিক এবং আন্তঃদেশীয় বিমান চালানোর পরিকল্পনা করেছিল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সেই মতোই শনিবার টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা বিমান পরিচালনার দায়িত্ব প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ ভাবে ছিল মহিলা কর্মীদের হাতে। যেভাবে কর্মক্ষেত্রে এবং বাড়ির পরিসরে মহিলারা সমানভাবে নিজেদের দক্ষতায় সবটা গুছিয়ে তোলেন তাঁকেই কুর্নিশ জানিয়েই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #হারম্যাটারস বলে হ্যাশট্যাগ শুরু করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কনভয় মহড়ায় সাইকেল নিয়ে ঢুকে পরে কিশোর! চরম শাস্তি পুলিশের, দেখুন ভিডিও
এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান সম্পূর্ণ রূপে মহিলা দ্বারা পরিচালিত হবে।”
এছাড়াও ১ থেকে ৮ মার্চ পর্যন্ত মহিলা যাত্রীদের বড় ছাড়ের ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। ক্যাম্পবেল উইলসন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর বলেন, “আমরা এয়ার ইন্ডিয়াতে প্রতিটি মহিলাকেই সম্মান এবং মর্যাদা দিয়ে থাকি। আমাদের এয়ার ইন্ডিয়া গ্রুপে মহিলা পাইলট থেকে সবাই সম্মানের থেকে সামনে থেকে কাজ করেন।”
এয়ার ইন্ডিয়াতে ৪৬% মহিলাকর্মী রয়েছে যেখানে ১৬% পাইলট, ২১% গ্রাউন্ড স্টাফ, ২৭% ফিনান্স এবং ২২% ডিজিটাল এবং টেকনোলজিতে রয়েছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 08, 2025 4:19 PM IST
PM Modi Convoy Rehearsal Incident: প্রধানমন্ত্রীর কনভয় মহড়ার মাঝে সাইকেল নিয়ে ঢুকে পরে কিশোর! চুল টেনে, চড় মেরে চরম শাস্তি পুলিশ কর্তার, ভিডিও ভাইরাল