Last Updated:
দক্ষিণী সিনেমার এই বিখ্যাত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। ‘কায়াল’-এর মতো একাধিক টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

চেন্নাই: প্রয়াত প্রভাকরণ। দক্ষিণী সিনেমার এই বিখ্যাত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ‘কায়াল’-এর মতো একাধিক টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
ছোটপর্দার অভিনেতা প্রভাকরণ ছিলেন মুগালিভাক্কাময়ের বাসিন্দা। ‘পানি ভিলুম মালার ভানাম’, ‘কায়াল’ এবং ‘কেত্তি মেলাম’-সহ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে ছোটপর্দায় দাপটে অভিনয় করছিলেন তিনি। তিনি ‘বাণী রানি’-সহ অনেক ধারাবাহিকে কাজও করেছিলেন। তাঁর মৃত্যুতে ছোটপর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রভাকরণ একাধিক বেসরকারি চ্যানেলে প্রচারিত ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই বাবার ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর পিতৃসত্ত্বা ছিল শ্রদ্ধা করার মতো। ১০ এপ্রিল রাতে একটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ করে তিনি বাড়ি ফেরেন। রোজকার মতো ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা।পরীক্ষা করার পরে চিকিৎসকরা তাঁর মৃত্যুর কথা জানান।
৬২ বছর বয়সী প্রভাকরণের পরিবারে তাঁর স্ত্রী এবং মেয়ে রয়েছে। অভিনেতার মেয়ে দশম শ্রেণিতে পড়ে। তাঁর মৃত্যুতে ছোটপর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 13, 2025 2:48 PM IST
Chhorii 2 Movie Review: এ যেন ভৌতিক ছবির মাস্টারপিস, তুখোড় অভিনয়ে নজর কাড়লেন নুসরত ভারুচা এবং সোহা আলি খান? কেমন হল ‘ছোরি ২’?