Actor’s Death News: প্রয়াত টেলিভিশনের বিপুল জনপ্রিয় অভিনেতা…! হৃদরোগই কেড়ে নিল প্রাণ, শোকের ছায়া টিভি ইন্ডাস্ট্রিতে

Actor’s Death News: প্রয়াত টেলিভিশনের বিপুল জনপ্রিয় অভিনেতা…! হৃদরোগই কেড়ে নিল প্রাণ, শোকের ছায়া টিভি ইন্ডাস্ট্রিতে

Last Updated:

দক্ষিণী সিনেমার এই বিখ্যাত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। ‘কায়াল’-এর মতো একাধিক টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

প্রয়াত প্রভাকরণ (File Photo, News 18)Actor’s Death News: প্রয়াত টেলিভিশনের বিপুল জনপ্রিয় অভিনেতা…! হৃদরোগই কেড়ে নিল প্রাণ, শোকের ছায়া টিভি ইন্ডাস্ট্রিতে
প্রয়াত প্রভাকরণ (File Photo, News 18)

চেন্নাই:  প্রয়াত প্রভাকরণ। দক্ষিণী সিনেমার এই বিখ্যাত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ‘কায়াল’-এর মতো একাধিক টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

ছোটপর্দার অভিনেতা প্রভাকরণ ছিলেন মুগালিভাক্কাময়ের বাসিন্দা। ‘পানি ভিলুম মালার ভানাম’, ‘কায়াল’ এবং ‘কেত্তি মেলাম’-সহ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে ছোটপর্দায় দাপটে অভিনয় করছিলেন তিনি। তিনি ‘বাণী রানি’-সহ অনেক ধারাবাহিকে কাজও করেছিলেন। তাঁর মৃত্যুতে ছোটপর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: গরমে পরম শান্তি….রাস্তায় বেরোলেই খাচ্ছেন আখের রস? এই সত‍্যি জানলে ফ্রি-তে দিলেও নেবেন না! ভুলভাবে খেলেই দফারফা হয় শরীরের? এখনই জানুন

প্রভাকরণ একাধিক বেসরকারি চ্যানেলে প্রচারিত ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই বাবার ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর পিতৃসত্ত্বা ছিল শ্রদ্ধা করার মতো। ১০ এপ্রিল রাতে একটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ করে তিনি বাড়ি ফেরেন। রোজকার মতো ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা।পরীক্ষা করার পরে চিকিৎসকরা তাঁর মৃত্যুর কথা জানান।

আরও পড়ুন: ট্রেন, রেল দুটোই ইংরেজি শব্দ, তাহলে বাংলাটা কি? ট্রেনকে বাংলায় কী বলে বলুন তো? রোজ চড়েও ৯৯% ডাহা ফেল

৬২ বছর বয়সী প্রভাকরণের পরিবারে তাঁর স্ত্রী এবং মেয়ে রয়েছে। অভিনেতার মেয়ে দশম শ্রেণিতে পড়ে। তাঁর মৃত্যুতে ছোটপর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Actor’s Death News: প্রয়াত টেলিভিশনের বিপুল জনপ্রিয় অভিনেতা…! হৃদরোগই কেড়ে নিল প্রাণ, শোকের ছায়া টিভি ইন্ডাস্ট্রিতে

Next Article

Chhorii 2 Movie Review: এ যেন ভৌতিক ছবির মাস্টারপিস, তুখোড় অভিনয়ে নজর কাড়লেন নুসরত ভারুচা এবং সোহা আলি খান? কেমন হল ‘ছোরি ২’?

Scroll to Top