Accident News: রওনা হয়েছিলেন কুম্ভের উদ্দেশে… একটা দুর্ঘটনা, তারপরেই… মর্মান্তিক পরিণতি

Accident News: রওনা হয়েছিলেন কুম্ভের উদ্দেশে… একটা দুর্ঘটনা, তারপরেই… মর্মান্তিক পরিণতি

Last Updated:

পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।

News18Accident News: রওনা হয়েছিলেন কুম্ভের উদ্দেশে… একটা দুর্ঘটনা, তারপরেই… মর্মান্তিক পরিণতি
News18

বাঁকুড়া: কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। পাশাপাশি দুই পরিবারের চার মহিলা-সহ মোট ৬ আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫), শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ্যায় (২৭), শৈলেনবাবুর স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায়, শৈলেনবাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক।

আরও পড়ুন: পায়েসে ঘুমের ওষুধ, দুই মহিলার হাতের শিরা কাটা, গলায় আঘাত! ট্যাংরা কাণ্ডে অনেক প্রশ্ন

পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।

Next Article

Police Officer Car Shootout in Howrah: থানার বড়বাবুর গাড়িতে ‘রহস্যময়ী’, চলল গুলি! আহত হুগলির চণ্ডীতলা থানার আইসি

Scroll to Top